Thursday, April 25, 2024
spot_img
Homeরাজ্যসপ্তাহের শেষেই মিলবে শীতের আমেজ: হাওয়া অফিস

সপ্তাহের শেষেই মিলবে শীতের আমেজ: হাওয়া অফিস

স্টাফ রিপোর্টার: নভেম্বর মাস চলছে। কিন্তু শীত দেখা নেই।আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৫ দিন রাজ্যের আবহাওয়া শুকনোই থাকবে। মাঝেমধ্যে আকাশ থাকবে আংশিক মেঘলা। বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। দিন বা রাতের তাপমাত্র আগামী ৫ দিন খুব বেশি বদল হবে না। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্র সর্বোচ্চ ৩১ ডিগ্রি থাকবে।

সপ্তাহের শেষেই মিলবে শীতের আমেজ: হাওয়া অফিস

রাতের তাপমাত্রা সর্বনিম্ন ২১ ডিগ্রির কাছাকাছি থাকবে। হাওয়া অফিসের দাবি, আগামী ১২ নভেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে শুরু করবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া প্রধানত শুকনোই থাকবে। মাঝেমধ্যে আকাশ আংশিক মেঘলা থাকবে। ৭ নভেম্বর পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সপ্তাহের শেষেই মিলবে শীতের আমেজ: হাওয়া অফিস

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরে তা নিম্নচাপ পরিণত হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী সপ্তাহ থেকে বাড়বে শীতের আমেজ।

Most Popular