Thursday, April 25, 2024
spot_img
Homeদেশছয় রাজ্যের উপনির্বাচনে চারটি আসনে জয় গেরুয়া শিবিরের

ছয় রাজ্যের উপনির্বাচনে চারটি আসনে জয় গেরুয়া শিবিরের

সংবাদ সংস্থা : গুজরাত এবং হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে স্বস্তিতেই থাকল বিজেপি৷রবিবার ছয় রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়৷ ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, সাতটির মধ্যে চারটি আসনেই জয়ী হয়েছে বিজেপি৷ একটি করে আসনে জয়ী হয়েছে আরজেডি, টিআরএস এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার অংশ৷

ছয় রাজ্যের উপনির্বাচনে চারটি আসনে জয় গেরুয়া শিবিরের

যে ছয় রাজ্যে বিধানসভা উপনির্বাচন হয়েছে তার মধ্যে ছিল হরিয়ানা, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, মহারাষ্ট্র এবং বিহার৷ বিহারের মোকামা আসনে নীতীশের নতুন জোটসঙ্গী আরজেডি জয়ী হলেও গোপালগঞ্জ আসনটি ধরে রাখতে পেরেছে বিজেপি৷বিহার ছাড়াও এই উপনির্বাচনে নজরে ছিল মহারাষ্ট্রের অন্ধেরি পূর্ব কেন্দ্রটি৷

ছয় রাজ্যের উপনির্বাচনে চারটি আসনে জয় গেরুয়া শিবিরের

এই আসনটিতে প্রত্যাশিত ভাবেই জয়ী হয়েছেন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার অংশের প্রার্থী৷তেলেঙ্গানার মুনুগোড় আসনে জয়ী হয়েছেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস-এর প্রার্থী৷ এই আসনটিতে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি৷

ছয় রাজ্যের উপনির্বাচনে চারটি আসনে জয় গেরুয়া শিবিরের

অন্যদিকে উত্তর প্রদেশ, বিহার, হরিয়ানা এবং ওড়িশাতে একটি করে আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা৷ নীতীশ হাত ছাড়লেও বিহারের গোপালগঞ্জ আসনে জয় বিজেপি নেতৃত্বকে নিশ্চিত ভাবেই স্বস্তি দেবে৷ যদিও গোপালগঞ্জ আসনটি প্রায় দু’ দশক ধরে বিজেপি-র দখলেই রয়েছে৷

Most Popular