Friday, March 29, 2024
Homeরাজ্য১৪ দিনের তিহাড় জেল হেফাজতে সায়গল

১৪ দিনের তিহাড় জেল হেফাজতে সায়গল

স্টাফ রিপোর্টার: গরুপাচারকাণ্ডে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে তিহাড় জেলে পাঠানোর নির্দেশ দিল আদালত। শুক্রবার হেফাজতের মেয়াদ শেষে সায়গলকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করে ইডি। সেখানে সায়গলকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।এদিন ইডি আইনজীবী সায়গলের হেফাজত চাননি।

১৪ দিনের তিহাড় জেল হেফাজতে সায়গল

ওদিকে সায়গলের আইনজীবী দাবি করেন, পশ্চিমবঙ্গে সিবিআইয়ের মামলায় সায়গলকে সেখানকার আদালতে পেশ করতে হবে। তাই তাকে আসানসোল জেলে ফেরত পাঠানো হোক। তার আপত্তি করেন ইডির আইনজীবীরা।ইডির আইনজীবী আদালতে অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে ফিরে এলে মামলার সঙ্গে যুক্ত বাকিদের প্রভাবিত করতে পারেন সায়গল৷

১৪ দিনের তিহাড় জেল হেফাজতে সায়গল

এর পর আদালত জানায়, আপাতত তিহাড় জেলেই থাকবেন সায়গল। সিবিআইয়ের মামলার প্রেক্ষিতে আদালত সায়গলকে হাজির করানোর নির্দেশ দিলে তখন বিবেচনা করবে আদালত।আগের শুনানিতে ইডি-র আইনজীবী জানান, জিজ্ঞাসাবাদে সায়গলের স্ত্রী সোমাইয়া খন্দকার, মা লতিফা খাতুন এবং শ্যালক ইসলাম চৌধুরীর নাম উঠে এসেছে৷

১৪ দিনের তিহাড় জেল হেফাজতে সায়গল

এই তিন জন-সহ গরু পাচার মামলায় যুক্ত আরও বেশ কয়েকজনকে তলবও করা হয়েছে৷ এদের প্রত্যেককেই সায়গলের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

Most Popular