Saturday, April 20, 2024
spot_img
Homeরাজ্যআদৌ কোটি টাকা জিতেছিলেন অনুব্রত? জানতে লটারির দোকানে হানা সিবিআই-এর

আদৌ কোটি টাকা জিতেছিলেন অনুব্রত? জানতে লটারির দোকানে হানা সিবিআই-এর

স্টাফ রিপোর্টার: লটারিতে কোটি টাকা জিতেছেন অনুব্রত মণ্ডল ! এই খবরকে কেন্দ্র করেই চলতি বছরের শুরুতে শোরগোল পড়ে গিয়েছিল গোটা বাংলায়।গরু পাচার মামলার তদন্তে নেমে অনুব্রতর লটারি জেতা নিয়ে তদন্তে আরও তৎপর হল সিবিআই৷ এবার বোলপুরের একটি লটারির দোকানে হানা দিলেন সিবিআই আধিকারিকরা৷এর আগে কলকাতায় সিবিআই দফতরে তলব করা হয় বোলপুরের এক লটারি ব্যবসায়ীকে৷

আদৌ কোটি টাকা জিতেছিলেন অনুব্রত? জানতে লটারির দোকানে হানা সিবিআই-এর

বাপি গঙ্গোপাধ্যায় নামে ওই ব্যবসায়ী অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে৷ অনুব্রত মণ্ডল লটারিতে যে কোটি টাকা জেতেন, তার টিকিট ওই দোকান থেকেই কেনা বলে সিবিআই সূত্রে খবর৷বোলপুরের লটারি ব্যবসায়ীকে জেরা করার পর শুক্রবার সকালে বোলপুরের শান্তিনিকেতন রোডের একটি লটারির দোকানে হানা দেন সিবিআই কর্তারা৷ মিনিট পাঁচেক ওই দোকানে ছিলেন তাঁরা৷

আদৌ কোটি টাকা জিতেছিলেন অনুব্রত? জানতে লটারির দোকানে হানা সিবিআই-এর

সূত্রের খবর, কোটি টাকা জেতা অনুব্রত মণ্ডলের লটারির টিকিট নাকি এই দোকানেই ভাঙানোর জন্য নিয়ে আসা হয়েছিল৷ তদন্তকারীদের প্রশ্ন, লটারিতে অর্থপ্রাপ্তির বিষয়টা পুরোটাই সাজানো নয় তো? সত্যিই টাকা জিতেছিলেন নাকি কালো টাকা সাদা করতেই এই ফন্দি? সব প্রশ্নের উত্তর খুঁজতেই বারবার লটারি বিক্রেতার সঙ্গে কথা বলছে তদন্তকারীরা।

আদৌ কোটি টাকা জিতেছিলেন অনুব্রত? জানতে লটারির দোকানে হানা সিবিআই-এর

আদৌ অনুব্রত মণ্ডলই টিকিটটা কিনেছিলেন কি না, সেটাও নিশ্চিত হতে চাইছে সিবিআই।এমনকি লটারির টিকিট কীভাবে ভাঙানো হয়েছিল, সেই সংক্রান্ত তথ্য নিয়ে দোকানের কর্মীদের বোলপুরের সিবিআই ক্যাম্প অফিসে হাজিরা দেওয়া নির্দেশও দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷

Most Popular