Wednesday, April 24, 2024
spot_img
Homeদেশ'ভগবানের ইচ্ছেয় ভেঙে পড়েছে ব্রিজ', আদালতে অবাক করা যুক্তি ধৃত ম্যানেজারের

‘ভগবানের ইচ্ছেয় ভেঙে পড়েছে ব্রিজ’, আদালতে অবাক করা যুক্তি ধৃত ম্যানেজারের

সংবাদ সংস্থা : আদালতে অবাক করা বয়ান দিলেন সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ওভেরা সংস্থার ধৃত ম্যানেজার দীপক পারেখ। তাঁর মতে, “ভগবানের ইচ্ছে ছিল, তাই এমন দুর্ঘটনা হয়েছে।” চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত সিনিয়র সিভিল জজ এম জে খানের এজলাসে পারেখের এমন দাবি শুনে তাজ্জব সকলেই।

'ভগবানের ইচ্ছেয় ভেঙে পড়েছে ব্রিজ', আদালতে অবাক করা যুক্তি ধৃত ম্যানেজারের

এই ঘটনায় নয় জনকে গ্রেফতার করা হলেও এখনও বেপত্তা ওরেভা সংস্থার মাথারা। ব্রিজের রক্ষণাবেক্ষণে এবং মেরামতিতে গাফিলতি না থাকলে এমন দুর্ঘটনা সম্ভব নয় বলেই মত বিশেষজ্ঞদের। সেখানে সংস্থার ম্যানেজারের চোখে সবটাই কিনা “ভগবানের ইচ্ছা”।

'ভগবানের ইচ্ছেয় ভেঙে পড়েছে ব্রিজ', আদালতে অবাক করা যুক্তি ধৃত ম্যানেজারের

সরকার পক্ষের আইনজীবী অবশ্য পারেখের এই অবাক যুক্তি মানেননি। তাঁদের অভিযোগ, সংস্কারের সময় ঝুলন্ত সেতুর পুরনো কেবল পরিবর্তন করা হয়নি। সেই কারণেই ভার সহ্য না করতে পেরে রবিবার ভেঙে পড়ে শতাব্দী প্রাচীন সেতু।

Most Popular