Thursday, April 25, 2024
spot_img
Homeরাজ্যনভেম্বর-ডিসেম্বরে দাঙ্গা বাঁধাতে পারে বিজেপি, মন্ত্রীদের সতর্কবার্তা মমতার, কটাক্ষ রাহুলের

নভেম্বর-ডিসেম্বরে দাঙ্গা বাঁধাতে পারে বিজেপি, মন্ত্রীদের সতর্কবার্তা মমতার, কটাক্ষ রাহুলের

স্টাফ রিপোর্টার: বিজেপি নেতৃত্বের বক্তব্যে বার বার উঠে এসেছে ডিসেম্বর প্রসঙ্গ। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর নিয়ে উষ্মা প্রকাশ করলেন। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় আশঙ্কাপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নবান্ন সূত্রের খবর, এ দিনের ক্যাবিনেটের বৈঠকে মন্ত্রীদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা নিজেদের এলাকায় থাকুন।

নভেম্বর-ডিসেম্বরে দাঙ্গা বাঁধাতে পারে বিজেপি, মন্ত্রীদের সতর্কবার্তা মমতার, কটাক্ষ রাহুলের

জনপ্রতিনিধিদের নিজ-নিজ এলাকায় থাকতে বলুন। বিজেপি নভেম্বর-ডিসেম্বর মাসে রাজ্যে অপ্রীতিকর পরিস্থিতিতে ইন্ধন জোগাতে পারে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, পুলিশকে নাকা চেকিং আরও বাড়াতে হবে। যাতে কোনও ধরনের ছোটখাট ঘটনাও না ঘটে। সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে।

নভেম্বর-ডিসেম্বরে দাঙ্গা বাঁধাতে পারে বিজেপি, মন্ত্রীদের সতর্কবার্তা মমতার, কটাক্ষ রাহুলের

মুখ্যমন্ত্রীর এই আশঙ্কাকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর দুর্নীতির খোলস আস্তে আস্তে খসে পড়ছে। তাই উনি ভয় পাচ্ছেন। সমস্ত দুর্নীতি বেরিয়ে আসছে। সেই ভয়ে উনি এইসব কথা বলছেন। বিজেপি কোথাও কোনও হিংসাত্মক ঘটনা ঘটায়নি।

নভেম্বর-ডিসেম্বরে দাঙ্গা বাঁধাতে পারে বিজেপি, মন্ত্রীদের সতর্কবার্তা মমতার, কটাক্ষ রাহুলের

বিজেপি এখনো এরাজ্যে কোনও অশান্তির কাজও করেনি’। তাঁর দাবি, ‘বিজেপি শুধু মানুষের কাছে গিয়ে তৃণমূলের তোলাবাজি, গুন্ডাবাজি, কুশাসনের কাহিনী তুলে ধরেছে। আসলে মুখ্যমন্ত্রী যেভাবে ঘিরছেন তাতে মনে হতে পারে নভেম্বর, ডিসেম্বরের মধ্যে সিবিআই ইডি কালীঘাট পর্যন্ত পৌঁছে যেতে পারে।

নভেম্বর-ডিসেম্বরে দাঙ্গা বাঁধাতে পারে বিজেপি, মন্ত্রীদের সতর্কবার্তা মমতার, কটাক্ষ রাহুলের

আর সেটাই বলতে চাইছে বিজেপির নাম দিয়ে। উনি বলে ফেলেছিলেন, যদি সিবিআই আমার বাড়ি আসে তাহলে আপনারা রাস্তায় নামবেন তো? সেইটা এখন ধামাচাপা দিয়ে বিজেপির নাম দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে’।

Most Popular