Tuesday, April 16, 2024
spot_img
Homeদেশএডি-১ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ ভারতের

এডি-১ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ ভারতের

সংবাদ সংস্থা : প্রতিরক্ষা ক্ষেত্রে একধাপ এগিয়ে গেল ভারত। ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করার জন্য ব্যবহৃত এডি-১ মিসাইলের সফল উৎক্ষেপণ করল ডিআরডিও।বুধবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, “প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা সফলভাবে এডি-১ মিসাইল উৎক্ষেপণ করেছে।

এডি-১ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ ভারতের

ব্যালিস্টিক মিসাইল আটকাতে কার্যকরী ভূমিকা নেবে এই মিসাইল। ওড়িশা উপকূলের এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এই মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে।” আরও জানা গিয়েছে, এই নতুন ধরনের এডি-১এর মাধ্যমে সমস্ত রকম মিসাইল হানা আটকানো যাবে।

এডি-১ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ ভারতের

তাছাড়া শত্রুপক্ষের সমস্ত বিমানহানাও ঠেকাতে সক্ষম এই মিসাইল। বায়ুমণ্ডলের ভিতরে বা বাইরে-যেকোনোও জায়গাতেই শত্রুপক্ষের মিসাইল চিহ্নিত করে ধ্বংস করতে পারে এডি-১।

Most Popular