Wednesday, April 24, 2024
spot_img
HomeUncategorized‘এখানে এসব হতে দেব না’, নাগরিকত্ব প্রসঙ্গে মুখ খুললেন মমতা

‘এখানে এসব হতে দেব না’, নাগরিকত্ব প্রসঙ্গে মুখ খুললেন মমতা

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে গুজরাটে আসা অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসি ও খ্রিস্টানদের এই নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

‘এখানে এসব হতে দেব না’, নাগরিকত্ব প্রসঙ্গে মুখ খুললেন মমতা

আর এই ঘোষণার পর থেকেই ফের শোরগোল পড়ে গিয়েছে সিএএ ঘিরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দাবি করেছেন, “এটা তো সিএএ-র পার্ট। সিএএ তো প্রণয়ন শুরু হয়ে গেল। ভারতের অঙ্গ পশ্চিমবঙ্গও। পশ্চিমবঙ্গেও হয়ে যাবে।” এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘এখানে এসব হতে দেব না’, নাগরিকত্ব প্রসঙ্গে মুখ খুললেন মমতা

মুখ্যমন্ত্রী জানান, “আমরা সম্পূর্ণভাবে এর বিরুদ্ধে। আমরা এর বিরোধিতা করছি। এটি কেবল ওরা গুজরাট নির্বাচনের জন্য রাজনীতি করছে। নির্বাচন, রাজনীতির থেকে মানুষের জীবন অনেক দামী।”

Most Popular