Thursday, April 25, 2024
spot_img
Homeরাজনীতি'বুথ দখল করতে এলে মালাইচাকি ভেঙে দিন', হুমকি বিজেপি নেতার, পাল্টা তৃণমূল

‘বুথ দখল করতে এলে মালাইচাকি ভেঙে দিন’, হুমকি বিজেপি নেতার, পাল্টা তৃণমূল

স্টাফ রিপোর্টার: বুথ দখল করতে এলে মেরে মালাইচাকি ভেঙে দিন। উত্তর ২৪ পরগনার গাইঘাটায় শিমুলপুর গ্রাম পঞ্চায়েতে বিজয় সম্মিলনীতে বক্তব্য রাখতে গিয়ে এমনই হুমকিদিলেন বনগাঁ জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল।দেবদাস বলেন, ‘তৃণমূলের চোরেদের উৎপাতে পশ্চিমবঙ্গের মানুষ বিরক্ত হয়ে গিয়েছে।বাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি ওই চোরেদের রানী।

'বুথ দখল করতে এলে মালাইচাকি ভেঙে দিন', হুমকি বিজেপি নেতার, পাল্টা তৃণমূল

তাঁর নেতৃত্বেই রাজ্যের যুবসমাজের ভবিষ্যত বিক্রি হয়ে গিয়েছে।সামনেই পঞ্চায়েত ভোট। মনে রাখবেন এটা ২০১৮-র ভোট নয়। প্রত্যেকটা বুথে চার হাত বাঁশ নিয়ে ঠ্যাঙাড়ে বাহিনী তৈরি করে রাখুন। যারা বুথ দখল করতে আসবে তাদের সেই বাঁশ দিয়ে হাঁটুর মালাইচাকি ভেঙে দিন।

'বুথ দখল করতে এলে মালাইচাকি ভেঙে দিন', হুমকি বিজেপি নেতার, পাল্টা তৃণমূল

তৈরি থাকুন। তৃণমূলের যারা শুনছেন তাদের বলে যেতে চাই তৈরি থাকুন। দুয়ারে হবে কচা প্যারেড। যাদের টাকা নিয়েছেন তারাই কলার ধরে টাকা আদায় করবে।’ বিজেপির নেতার ওই হুমকি নিয়ে বনগাঁ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নিরুপম রায় বলেন, ‘তৃণমূল কংগ্রেস ভোট লুঠের রাজনীতি করে না।

'বুথ দখল করতে এলে মালাইচাকি ভেঙে দিন', হুমকি বিজেপি নেতার, পাল্টা তৃণমূল

এবার ভোট লুঠ হবে না নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে পঞ্চায়েত ভোট হবে। যারা ওইসব কথা বলছেন তারা তৈরি থাকুন। পঞ্চায়েত নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দেবে।’

Most Popular