Saturday, April 20, 2024
spot_img
Homeরাজ্য‘পোস্তা ব্রিজ ভাঙার জন্য কোনওভাবেই তৃণমূল সরকার দায়ী নয়’: শোভন

‘পোস্তা ব্রিজ ভাঙার জন্য কোনওভাবেই তৃণমূল সরকার দায়ী নয়’: শোভন

স্টাফ রিপোর্টার: গুজরাটে মৌরবি সেতু বিপর্যয়ের পরেই পোস্তা ব্রিজের প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে একের পর এক নিশানা করেছেন বিরোধীরা। এ নিয়ে এবার রাজ্য সরকারের পাশেই দাঁড়ালেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পোস্তা ব্রিজ প্রসঙ্গ নিয়ে বিরোধীদের জবাব দিলেন শোভন।

‘পোস্তা ব্রিজ ভাঙার জন্য কোনওভাবেই তৃণমূল সরকার দায়ী নয়’: শোভন

তিনি বলেন, ‘গুজারাট সেতু বিপর্যয় প্রসঙ্গ নিয়ে অনেকেই পোস্তা ব্রিজ নিয়ে অনেক কিছু মন্তব্য করছেন। তাদের বলে রাখি পোস্তা ব্রিজের কাজ শুরু হয়েছিল আগের সরকারের আমলে। নিয়ম অনুযায়ী, নির্মাতা সংস্থা এবং তদারকি সংস্থা আলাদা থাকতে হয়। কিন্তু পোস্তা ব্রিজের ক্ষেত্রে দুটোই একই সংস্থার উপর দায়িত্ব ছিল।

‘পোস্তা ব্রিজ ভাঙার জন্য কোনওভাবেই তৃণমূল সরকার দায়ী নয়’: শোভন

সেই সময় আমি কলকাতার পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলাম। আমি এর বিরোধিতা করেছিলাম ।তৃণমল সরকার একটা অসম্পূর্ণ কাজ অধিগ্রহণ করেছে মাত্র। সুতরাং কোনওভাবেই তৃণমূল এর জন্য দায়ী নয়। অথচ তার দায় ঠেলে দেওয়া হচ্ছে তৃণমূলের দিকে। এটা চক্রান্ত।’

Most Popular