Wednesday, April 24, 2024
spot_img
Homeরাজ্য,টেট পরীক্ষার্থীদের নম্বর প্রকাশ করবে পর্ষদ', হাইকোর্টের হস্তক্ষেপে কাটল জট

,টেট পরীক্ষার্থীদের নম্বর প্রকাশ করবে পর্ষদ’, হাইকোর্টের হস্তক্ষেপে কাটল জট

স্টাফ রিপোর্টার: রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে মঙ্গলবার দুপুরে বৈঠক করতে গিয়েছিলেন ২০১৪ সাল ও ২০১৭ সালের টেট উত্তীর্ণ মামলাকারীদের আইনজীবীরা। হাইকোর্টের নির্দেশ মতো এদিন দুপুরে তাঁরা দেখা করতে আসেন পর্ষদ সভাপতির গৌতম পালের সঙ্গে।

,টেট পরীক্ষার্থীদের নম্বর প্রকাশ করবে পর্ষদ', হাইকোর্টের হস্তক্ষেপে কাটল জট

বৈঠক শেষে মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান, “আমরা পর্ষদ সভাপতির সঙ্গে কথা বললাম। উনি আমাদের আশ্বস্ত করলেন, যা যা হয়েছে সেগুলিকে ঠিকঠাক করার। আমাদের মূল যে অভিযোগ ছিল, চাকরিপ্রার্থীরা টেটে কত নম্বর পেয়েছেন তা জানতে পারছেন না,

,টেট পরীক্ষার্থীদের নম্বর প্রকাশ করবে পর্ষদ', হাইকোর্টের হস্তক্ষেপে কাটল জট

সেই বিষয়ে ওনারা বললেন, চেষ্টা করা হচ্ছে এই নম্বর প্রকাশ করার। ওনারা চেষ্টা করছেন বিষয়টিকে শৃঙ্খলাবদ্ধভাবে করার। এনসিটি গাইডলাইন অনুযায়ী, প্রত্যেক ক্যান্ডিডেটকে নম্বর জানাতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নম্বর জানানো হত না।

,টেট পরীক্ষার্থীদের নম্বর প্রকাশ করবে পর্ষদ', হাইকোর্টের হস্তক্ষেপে কাটল জট

যদি কেউ আরটিআই করতেন, তাঁদের ওএমআর শিট দেওয়া হত। বৃহস্পতিবার আদালতে মামলা আছে, ওই দিন তাঁরা এই বিষয়ে আদালতে যা জানানোর তা জানাবেন।”

Most Popular