Saturday, April 20, 2024
spot_img
Homeজেলাআবার দুয়ারে সরকার শিবির চালু বারুইপুরে

আবার দুয়ারে সরকার শিবির চালু বারুইপুরে

বিশ্ব সমাচার, বারুইপুর: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের দুয়ারে প্রকল্প পঞ্চম পর্যায়ে আবার চালু হল রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে বারুইপুর অঞ্চলেও। এই প্রকল্পটি চলবে নভেম্বরের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত। এদিন বারুইপুর মদাহাট গ্রাম পঞ্চায়েতের ঈশানচন্দ্র বালিকা বিদ্যালয় ও রামনগর ২ গ্রাম পঞ্চায়েতের রামনগর হাই স্কুলে এই প্রকল্প চালু হয়।

আবার দুয়ারে সরকার শিবির চালু বারুইপুরে

তবে পঞ্চম পর্যায়ের হওয়ার জন্য মানুষের অতটা ভিড় ছিল না। এবার এই শিবিরে দু’টি বেশি প্রকল্প আনা হয়েছে। বিদ্যুৎ বিল সংক্রান্ত যদি কারও সমস্যা থাকে ২০১৮ সালের আগে, তাহলে এই প্রকল্পের মাধ্যমে তা সমাধান করতে পারবেন সাধারণ মানুষ।

আবার দুয়ারে সরকার শিবির চালু বারুইপুরে

আরেকটি নতুন প্রকল্প হল মৎস্যজীবীদের জন্য কার্ড। এই দু’টি প্রকল্পের জন্য সাধারণ মানুষ এবং মৎস্যজীবীরা খুবই খুশি হয়েছেন। তাছাড়া আগের যে ১৮টি প্রকল্প ছিল, সেগুলোও এই দুয়ারের সরকারের মাধ্যমে সমাধান করার জন্য মানুষ আবেদন করছেন।

আবার দুয়ারে সরকার শিবির চালু বারুইপুরে

আগে যেসব মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফরম ফিলাপ করতে পারেননি, তাঁদের অনেকেরই হয়তো কাগজপত্র ঠিক ছিল না। তাঁরা এবার ফর্ম ফিলাপ করতে পারবেন।

Most Popular