Friday, March 29, 2024
Homeরাজ্য‘আপনিও জেলে যাবেন’, ব্রাত্যকে নিশানা বামেদের

‘আপনিও জেলে যাবেন’, ব্রাত্যকে নিশানা বামেদের

স্টাফ রিপোর্টার: রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট করে দিয়েছেন, আন্দোলন করলেই চাকরি নয়। চাকরি হবে যোগ্যতার ভিত্তিতেই।এদিকে মঙ্গলবার ২০১৪ সালে টেট চাকরিপ্রার্থীদের আন্দোলনমঞ্চে যান বাম যুব সংগঠন ডিওয়াইএফআই নেতৃত্বরাও।

‘আপনিও জেলে যাবেন’, ব্রাত্যকে নিশানা বামেদের

কামদুনির প্রতিবাদী মুখ মৌসুমী কয়ালও চাকরিপ্রার্থীদের আন্দোলনে সামিল হয়েছেন। ডিওয়াইএফআই নেতৃত্বের বক্তব্য, “শিক্ষামন্ত্রী বলছেন মেধার ভিত্তিতে নিয়োগ হবে। যদি মেধার ভিত্তিতে নিয়োগ হত, তাহলে আন্দোলন হত না। ওনারা চুরি করেছেন বলেই আজ এই আন্দোলন।

‘আপনিও জেলে যাবেন’, ব্রাত্যকে নিশানা বামেদের

যে শিক্ষামন্ত্রী আজ বসে আছেন, ২০১২ সালের নোটিফিকেশনে ২০১৩ সালের ৩১ মার্চ যে টেট হয়েছিল, সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছিল এবং উনিও জেলে যাবেন। বেশি কথা না বলে যোগ্য প্রার্থীদের নিয়োগ দিন, নাহলে ওনারও জেলযাত্রা প্রস্তুত।”

Most Popular