Friday, March 29, 2024
Homeকলকাতাদেশের সেরা মেধাযুক্ত পড়ুয়াদের খুঁজে বের করে সাফল্যের চূড়ায় পৌঁছে দেওয়ার কারিগর...

দেশের সেরা মেধাযুক্ত পড়ুয়াদের খুঁজে বের করে সাফল্যের চূড়ায় পৌঁছে দেওয়ার কারিগর পাথফাইন্ডার

বিশ্ব সমাচার,কলকাতা: দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেধা সম্পন্ন পড়ুয়াদের খুঁজে বার করার গুরুদায়িত্ব অনেক দিন ধরে পালন করে আসছে পথ ফাইন্ডার। শুধু তাই নয় এই সব মেধাবী দের নিয়ে নিবিড় অনুশীলন  ও বিশেষ দক্ষতার ছাঁচে ফেলে একেবারে সাফল্যের চূড়ায় পৌঁছে দেওয়ার কাজও আন্তরিকতার সঙ্গে করে আসছে। তাও প্রায় তিন দশকের বেশি সময় ধরে। আসলে বিশাল আকারে মেধা অন্বেষণ করার এই কাজ পাথ ফাইন্ডারের মতো আগে এবং এখনও দেশের ভিতর সেইভাবে কেউ করে উঠতে পারেনি। যা র কৃতিত্ব এই শিক্ষা প্রতিষ্ঠানের রয়েছে। সেই কারণে গোটা দেশে এ ব্যাপারে যথেষ্ট সুনাম ও যশ রয়েছে তাদের।চলতি ২০২২ সালে ও সারা দেশের সমস্ত শিক্ষা সংক্রান্ত বোর্ডের  আওতায় থাকা প্রতিষ্ঠানের থেকে ৩৫ হাজার মেধাযুক্ত পড়ুয়াদের নানা ধরণের ইভেন্ট পরীক্ষার মাধ্যমে খুঁজে বের করা হয়েছিল। এরপর তার ভিতর থেকে সেরাদের বাছাই করা হয়। গত ২৯ অক্টোবর কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এবং টেকনোলজি মিউজিয়াম হলঘরে ওই সব সেরাদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হল।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপাবলিক মালদ্বীপ এর কলকাতার কনশাল সম্মানীয় রামকৃষ্ণ জওসোয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন পাথ ফাইন্ডার এডুকেশন সেন্টার কলকাতার সি ই ও মধুপর্ণা শ্রীমাণী, জয় বরগোহেইন, মিস প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায় প্রমুখ।  প্রসঙ্গত সম্মানীয় এই দুজন পথ ফাইন্ডারের দায়িত্ব পূর্ণ পদে রয়েছেন।

Most Popular