Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যডিসেম্বরের আগে ডেঙ্গি থেকে মুক্তি নেই, আশঙ্কা স্বাস্থ্যকর্তাদের

ডিসেম্বরের আগে ডেঙ্গি থেকে মুক্তি নেই, আশঙ্কা স্বাস্থ্যকর্তাদের

স্টাফ রিপোর্টার: ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গির প্রকোপ থাকবে রাজ্যে। জেলার স্বাস্থ্যকর্তাদের সঙ্গে স্বাস্থ্য ভবনের বৈঠকে এমনই আশঙ্কার কথা উঠে এল। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রাজ্যে গত এক সপ্তাহে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫,৯৩৬ জন।

ডিসেম্বরের আগে ডেঙ্গি থেকে মুক্তি নেই, আশঙ্কা স্বাস্থ্যকর্তাদের

সব মিলিয়ে গত ২৬ অক্টোবর পর্যন্ত বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৬৬৬। আগামী দু’মাসে সেই সংখ্যাটা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে বলেই আশঙ্কা স্বাস্থ্য আধিকারিকদের।পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে এবং তা আরও মারাত্মক হয়ে উঠতে পারে বলে এ দিন বৈঠকে সকলকে সতর্ক করেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।

ডিসেম্বরের আগে ডেঙ্গি থেকে মুক্তি নেই, আশঙ্কা স্বাস্থ্যকর্তাদের

প্রতিটি জেলায় ভেক্টর কন্ট্রোলের কাজ যাতে ভাল ভাবে হয়, সে দিকে লক্ষ রাখতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, দার্জিলিং— এই ছ’টি জেলা নিয়েই এখন উদ্বেগ সব থেকে বেশি।

Most Popular