Friday, April 26, 2024
spot_img
HomeUncategorized১১ বছর পরে বিশ্বকাপে ফের ইংল্যান্ডকে হারাল আয়ারল্যান্ড

১১ বছর পরে বিশ্বকাপে ফের ইংল্যান্ডকে হারাল আয়ারল্যান্ড

সংবাদ সংস্থা: চলতি টি-২০ বিশ্বকাপের চতুর্থ তথা সব থেকে বড় অঘটনের সাক্ষী থাকল মেলবোর্ন ক্রিকেট গ্রাউড। সুপার টুয়েলভের ম্যাচে আয়ারল্যান্ড পরাজিত করে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে। এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার বাটলাদের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ রানে হারিয়ে দেন আইরিশরা।মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আয়ারল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড।

১১ বছর পরে বিশ্বকাপে ফের ইংল্যান্ডকে হারাল আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড আগ্রাসী শুরু করেও দেড়শো টপকে অল-আউট হয়ে যায়। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৯২ রান সংগ্রহ করা আয়ারল্যান্ড ১৯.২ ওভারে ১৫৭ রানে অল-আউট হয়।ক্যাপ্টেন অ্যান্ডি বলবির্নি ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৬২ রান করেন। ২৭ বলে ৩৪ রান করেন লরকান টাকার। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া পল স্টার্লিং ১৪, কার্টিস ক্যাম্ফার ১৮ ও গ্যারেথ ডেলানি ১২ রান করেন।

১১ বছর পরে বিশ্বকাপে ফের ইংল্যান্ডকে হারাল আয়ারল্যান্ড

মার্ক উড ও লিয়াম লিভিংস্টোন ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট পকেটে পোরেন স্যাম কারান।জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরু থেকেই উইকেট হারাতে থাকে। পাওয়ার প্লে-র ৬ ওভারে ইংল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ৩৭ রান। শেষমেশ ১৪.৩ ওভারে ইংল্যান্ড ৫ উইকেটে ১০৫ রান তুললে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়।

১১ বছর পরে বিশ্বকাপে ফের ইংল্যান্ডকে হারাল আয়ারল্যান্ড

নতুন করে ম্যাচ শুরু না হওয়ায় ডি-এল মেথডে ম্যাচ জিতে যায় আয়ারল্যান্ড।ডেভিড মালান ৩৭ বলে ৩৫ রান করেন। ১২ বলে ২৪ রান করে নট-আউট থাকেন মইন আলি। ২১ বলে ১৮ রান করেন হ্যারি ব্রুক। জোশ লিটল ৩ ওভারে ১৬ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন বলবির্নি।

১১ বছর পরে বিশ্বকাপে ফের ইংল্যান্ডকে হারাল আয়ারল্যান্ড

বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডকে হারানো এই প্রথম নয় আয়ারল্যান্ডের। এর আগে ২০১১ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ান ডে বিশ্বকাপে ইংল্যান্ডকে পরাজিত করেন আইরিশরা। সেদিক থেকে আয়ারল্যান্ড ১১ বছর আগের ইতিহাস ফেরাল বলাই যায়।

Most Popular