Friday, March 29, 2024
Homeরাজ্যডাকাতির ঘটনায় গ্রেফতার কলকাতা পুলিসের কনস্টেবল

ডাকাতির ঘটনায় গ্রেফতার কলকাতা পুলিসের কনস্টেবল

স্টাফ রিপোর্টার: অপহরণ করে কোটি টাকা ডাকাতির ঘটনায় এবার কলকাতা পুলিসের জালে কলকাতা পুলিসেরই এক কনস্টেবল দেবাশিস দাস।একটি ডাকাতির ঘটনায় আগেই গ্রেফতার হয়েছিলেন অমিয় উপাধ্যায় নামে এক কনস্টেবল। পুলিশ সূত্রে খবর, ,তাকে জেরা করেই খোঁজ মিলেছে এই দেবাশিসের। কলাকার স্ট্রিটের একটি ডাকাতির ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই দুই কনসল্টেবলকে।

ডাকাতির ঘটনায় গ্রেফতার কলকাতা পুলিসের কনস্টেবল

পুলিশ সূত্রে খবর, গত জুন মাসে পুলিশ সেজে কসবার এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়। অভিযোগ, লেনিন সরণী থেকে পুলিশ সেজে তাঁকে গাড়িতে তুলে নেয় কয়েকজন দুষ্কৃতী। সেই সময় ব্যবসায়ীর ব্যাগে ছিল ১ কোটি ২৫ লক্ষ টাকা। করুণাময়ীর কাছে ওই ব্যবসায়ীকে ছুঁড়ে ফেলে টাকা ভরতি ব্যাগ নিয়ে চম্পট দেয় গাড়িতে থাকা দুষ্কৃতীরা।

ডাকাতির ঘটনায় গ্রেফতার কলকাতা পুলিসের কনস্টেবল

সেই ঘটনার তদন্তে নেমে আগেই তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।এদিন দেবাশিস দাসকে গ্রেপ্তার করা হল। জানা গিয়েছে, পুলিশ সেজে অপকীর্তি ঘটানোর রীতিমতো প্রশিক্ষণ দিতেন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকিদের খোঁজ করছে পুলিশ।এনিয়ে এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

Most Popular