Thursday, April 25, 2024
spot_img
Homeদেশডাভ-সহ ড্রাই একাধিক শ্যাম্পু তুলে নিল ইউনিলিভার

ডাভ-সহ ড্রাই একাধিক শ্যাম্পু তুলে নিল ইউনিলিভার

সংবাদ সংস্থা: ডাভ, ট্রেসামের মতো জনপ্রিয় ব্র্যান্ডের অ্যারোসল ড্রাই শ্যাম্পু ফেরত চেয়ে পাঠাল ইউনিলিভার কর্তৃপক্ষ। শ্যাম্পুতে বেনজিন নামক রাসায়নিক উপাদান মেলায় তা দূষিত বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। এর থেকে ক্যানসর পর্যন্ত হতে পারে। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে পোস্ট করা একটি বিজ্ঞপ্তি অনুসারে,

ডাভ-সহ ড্রাই একাধিক শ্যাম্পু তুলে নিল ইউনিলিভার

এর মধ্যে নেক্সাস, সুভে, ট্রেসেমে এবং টিগির মতো জনপ্রিয় ব্র্যান্ডও অন্তর্ভুক্ত। এগুলি রকাহোলিক এবং বেড হেড ড্রাই-এর মতো শ্যাম্পু তৈরি করে।তবে সাধারণ শ্যাম্পুর কোনও ব্যাচ প্রত্যাহার করেনি ইউনিলিভার কর্তৃপক্ষ। তাই সাধারণ শ্যাম্পু নিয়ে ভয়ের কিছু নেই।

ডাভ-সহ ড্রাই একাধিক শ্যাম্পু তুলে নিল ইউনিলিভার

ইউনিলিভারের ২০২১ সালের অক্টোবরের আগে তৈরি করা শ্যাম্পুর ব্যাচই ফেরত চেয়ে পাঠানো হয়েছে। এর ফলে প্রসাধনী পণ্যের সুরক্ষা সম্পর্কে আরও একবার প্রশ্ন উঠছে আমজনতার মনে।

Most Popular