Wednesday, April 24, 2024
spot_img
Homeদেশমহাকাশে পাড়ি ইসরোর সবচেয়ে ভারী রকেটের

মহাকাশে পাড়ি ইসরোর সবচেয়ে ভারী রকেটের

সংবাদ সংস্থা : ভারতের সাফল্যের মুকুটে আরও এক নয়া পালক। মহাকাশে পাড়ি দিল ভারতের সবচেয়ে ভারী রকেট। শনিবার মধ্যরাতে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই রকেটের উৎক্ষেপণ করে ইসরো। ৩৬টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে সেটি।

মহাকাশে পাড়ি ইসরোর সবচেয়ে ভারী রকেটের

ইসরোর তরফে জানানো হয়েছে, LVM3-M2/OneWeb India-1 মহাকাশযানটির সফলভাবে উৎক্ষেপণ হয়েছে। লো আর্থ অরবিটে প্রতিস্থাপিতও হয়ে গিয়েছে সেটি। ৫ হাজার ৭৯৬ কেজির পে লোডের এই সফল উৎক্ষেপণটি ভারতের মহাকাশ গবেষণায় এক নয়া ইতিহাস রচনা করল। দীপাবলির আগে এই সাফল্যে উচ্ছ্বসিত ইসরোর বিজ্ঞানীরা।

Most Popular