Thursday, April 25, 2024
spot_img
Homeদেশহিমাচলি পোশাকে কেদারনাথে পুজো দিলেন মোদী, ৩৪০০ কোটি প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

হিমাচলি পোশাকে কেদারনাথে পুজো দিলেন মোদী, ৩৪০০ কোটি প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

সংবাদ সংস্থা : দু’দিনের উত্তরাখণ্ড সফরে গিয়ে কেদারনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি প্রায় ৩ হাজার ৪০০ কোটির প্রকল্পের শিলান্যাস করলেন তিনি। হিমাচল প্রদেশের ভোটের মুখে মোদীর এই কেদারনাথ দর্শন এবং সেখানে পুজো দেওয়াকে কটাক্ষ করেছেন বিরোধীরা। শুক্রবার হিমাচলি পোশাক পরেই কেদারনাথ মন্দিরে যান প্রধানমন্ত্রী। হিমাচলের মহিলাদের তৈরি ওই পোশাকের স্থানীয় নাম ‘চোলা ডোরা’।

হিমাচলি পোশাকে কেদারনাথে পুজো দিলেন মোদী, ৩৪০০ কোটি প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

এছাড়াও হিমাচলের বিশেষ টুপিও পরেছিলেন তিনি। শুক্রবার সকালে মন্দিরে গিয়ে বাবা কেদার-র রুদ্রাভিষেক করেন প্রধানমন্ত্রী। এরপর ভক্তি ভরে পুজো দেন সেখানে। কেদারনাথ মন্দির ছাড়াও আদি গুরু শংকরাচার্য্যের সমাধিস্থলও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আর আগাগোড়া তাঁর সঙ্গে ছিলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল গুরমিত সিং এবং মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি।

হিমাচলি পোশাকে কেদারনাথে পুজো দিলেন মোদী, ৩৪০০ কোটি প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

কেদার যাত্রাকে আরও সহজ করতে শুক্রবার দু’টি রোপওয়ে প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী মোদী। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ধাম পর্যন্ত ৯.৭ কিলোমিটার রাস্তায় তৈরি হবে প্রথম রোপওয়ে। এর জন্য খরচ হবে প্রায় ৯৪৬ কোটি টাকা। অন্য রোপওয়েটি তৈরি করা হবে গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহিব পর্যন্ত।

হিমাচলি পোশাকে কেদারনাথে পুজো দিলেন মোদী, ৩৪০০ কোটি প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

এর জন্য খরচ ধরা হয়েছে প্রায় ২ হাজার ৪৫৪ কোটি টাকা। প্রশাসন সূত্রে খবর, আগামী ৫ থেকে ৬ বছরের মধ্যে তৈরি হয়ে যাবে প্রথম রোপওয়েটি। এছাড়াও শুক্রবার মন্দাকিনী আস্থাপথ এবং সরস্বতী আস্থাপথ প্রকল্পের কাজ সম্পর্কেও খোঁজ খবর নেবেন প্রধানমন্ত্রী মোদী।

Most Popular