Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যঘূর্ণিঝড় মোকাবিলায় এনডিআরএফ ও সডিআরএফ’কে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নর

ঘূর্ণিঝড় মোকাবিলায় এনডিআরএফ ও সডিআরএফ’কে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নর

স্টাফ রিপোর্টার: ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’।এখনও জানা যায়নি, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের গতিবেগ কত হবে, ঠিক কোথায় আছড়ে পড়বে। তবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা করে সেই মতোই শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড় নিয়ে নবান্নে সব দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিদেবী।

ঘূর্ণিঝড় মোকাবিলায় এনডিআরএফ ও সডিআরএফ’কে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নর

সেখানে ছিলেন দক্ষিণের জেলাগুলির জেলা শাসক ও পুলিশ সুপাররাও।এদিনের বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কীভাবে মোকাবিলা করা হবে পরিস্থিতি। জানা গিয়েছে, ২০ টি এসডিআরএফ ও ১৫ টি এনডিআরএফ দলকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় এনডিআরএফ ও সডিআরএফ’কে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নর

ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় মাইকিং শুরু করা হয়েছে প্রশাসনের তরফে। এর পাশাপাশি বিপজ্জনক এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও খবর।

Most Popular