Thursday, March 28, 2024
HomeUncategorizedপাকিস্তান নয়, ২০২৩-এর এশিয়া কাপ হবে কোনও নিরপেক্ষ দেশে : জয় শাহ

পাকিস্তান নয়, ২০২৩-এর এশিয়া কাপ হবে কোনও নিরপেক্ষ দেশে : জয় শাহ

সংবাদ সংস্থা : ভারত পরের বছর এশিয়া কাপের জন্য একটি নিরপেক্ষ ভেন্যুতে জোর দেবে।যেটি পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) মুম্বইতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভার পর বিসিসিআই একটি সিদ্ধান্তে পৌঁছেছে যে তারা মহাদেশীয় চ্যাম্পিয়নশিপের জন্য পাকিস্তানে যাবে না এবং টুর্নামেন্টটি স্থানান্তরিত করার দাবি জানাবে।

পাকিস্তান নয়, ২০২৩-এর এশিয়া কাপ হবে কোনও নিরপেক্ষ দেশে : জয় শাহ

একটি নিরপেক্ষ স্থানে এই ম্যাচটি করার কথা জানাবে তারা।বিসিসিআই-এর সচিব এবং এসিসির সভাপতি জয় শাহ বলেছেন, ‘এশিয়া কাপের জন্য নিরপেক্ষ ভেন্যু নজিরবিহীন নয় এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পাকিস্তান সফর করব না।’ ভারতীয় ক্রিকেটের মসনদে বদল হতেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব নিয়েছেন রজার বিনি।

পাকিস্তান নয়, ২০২৩-এর এশিয়া কাপ হবে কোনও নিরপেক্ষ দেশে : জয় শাহ

তার পরেই পরিবর্তনের হাওয়া বইতে শুরু করল ভারতীয় ক্রিকেট বোর্ডের ভিতরে। সে রকম ইঙ্গিত দিলেন বোর্ডের সচিব। ক্রিকবাজের একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে চায় না ভারত। বার্ষিক সাধারণ সভার পরেই সেই ইঙ্গিত দিলেন বিসিসিআই সচিব।

Most Popular