Tuesday, April 16, 2024
spot_img
Homeজেলাঅক্ষরধাম মন্দিরের অনুকরণে কালীপুজোর মণ্ডপ বারুইপুরে

অক্ষরধাম মন্দিরের অনুকরণে কালীপুজোর মণ্ডপ বারুইপুরে

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: গুজরাট রাজ্যের অক্ষরধাম মন্দিরের অনুকরণে বারুইপুরে কালীপুজোর মণ্ডপ তৈরি হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত হরিপুর ফুলতলায় এক নম্বর গেটে কাছে পিয়ালী টাউন ক্লাবের পরিচালনায় এই মণ্ডপ তৈরি হচ্ছে।

অক্ষরধাম মন্দিরের অনুকরণে কালীপুজোর মণ্ডপ বারুইপুরে

এ বছর এই পুজো ৫০ বছরে পদার্পণ করছে। মণ্ডপটি তৈরি করছে বারুইপুরেরই এক ডেকোরেটার্স। ক্লাবের এক সদস্য জানান, এবার এই পুজোর উদ্বোধন করতে আসবেন ভারত সেবাশ্রমের একজন মহারাজ।

অক্ষরধাম মন্দিরের অনুকরণে কালীপুজোর মণ্ডপ বারুইপুরে

সঙ্গে বারুইপুর প্রশাসনের কর্তাব্যক্তিরাও হাজির থাকবেন। এই পুজো উপলক্ষে দুঃস্থদের বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এবার এই পুজোর বাজেট সাড়ে ৪ লক্ষ টাকা।

Most Popular