Saturday, April 20, 2024
spot_img
Homeরাজ্যচোরাপথে চাকরি! চিহ্নিত ১৮৩জন শিক্ষক, চাকরি হারানোদের আইনি সাহায্যের আশ্বাস বিকাশের

চোরাপথে চাকরি! চিহ্নিত ১৮৩জন শিক্ষক, চাকরি হারানোদের আইনি সাহায্যের আশ্বাস বিকাশের

স্টাফ রিপোর্টার: আদালতের নির্দেশে অনেকেই ইতিমধ্যে চাকরি হারিয়েছে। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন থেকে হলফনামা জমা দেওয়া হয়েছে আদালতে। তাতে ২০ জনকে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। এর পাশাপাশি আরও ১৮৩ জনের ব্যতিক্রমী নিয়োগের কথাও তুলে ধরেছে এসএসসি।

চোরাপথে চাকরি! চিহ্নিত ১৮৩জন শিক্ষক, চাকরি হারানোদের আইনি সাহায্যের আশ্বাস বিকাশের

নিয়োগে দুর্নীতির অভিযোগে এখন তোলপাড় হচ্ছে গোটা রাজ্য। অভিযোগ উঠছে, টাকার বিনিময়ে চাকরি পাওয়ার। এবার যাঁরা চাকরি হারাচ্ছেন, তাঁদের আইনি সাহায্যের আশ্বাস দিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । বিকাশ রঞ্জনের কথায়, “যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁরাও প্রতারণার শিকার।

চোরাপথে চাকরি! চিহ্নিত ১৮৩জন শিক্ষক, চাকরি হারানোদের আইনি সাহায্যের আশ্বাস বিকাশের

তাঁদের অভিযোগ করা উচিত। তাঁরা যদি আসেন, আমার কাছে সাহায্য চান, আমি সাহায্য করব। যাঁরা এত বড় প্রতারণার শিকার হলেন, তাঁদের টাকা ফেরতের জন্য বিভিন্ন পথ অবলম্বন করা দরকার।”

Most Popular