Saturday, April 20, 2024
spot_img
Homeরাজ্য'আমরা দলের সাদা হাতি নই, শত্রু দেখলে তেড়ে যাই' সুদীপকে জবাব তাপসের

‘আমরা দলের সাদা হাতি নই, শত্রু দেখলে তেড়ে যাই’ সুদীপকে জবাব তাপসের

স্টাফ রিপোর্টার: গত চার দিন ধরে সুদীপ-তাপস বিতর্ক অস্বস্তি তৈরি করেছে শাসক শিবিরে।বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের বাড়িতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যাওয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জহর কোট দেখে হ্যাংলামো করা নিয়ে বিস্তর অভিযোগ তুলেছেন তাপস রায়। আর তাপসের কটাক্ষকে গুরুত্ব না দিতে নিজেকে হাতির সঙ্গে তুলনা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।তিনি বলেছিলেন, ‘হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার।’

'আমরা দলের সাদা হাতি নই, শত্রু দেখলে তেড়ে যাই' সুদীপকে জবাব তাপসের

অর্থাৎ তিনি নিজেকে হাতির সঙ্গে তুলনা করলেন। আর তাপসবাবুকে রাস্তার কুকুরের সঙ্গে তুলনা করলেন।জবাবে সুদীপকে ‘সাদা হাতি’ আখ্যা দিয়ে নিজেকে ‘গ্রে–হাউন্ড’ বলে পাল্টা তোপ দাগলেন তাপস।সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাপস রায় বলেন, ‘আমরা মোদীর ভজনা করি না।

'আমরা দলের সাদা হাতি নই, শত্রু দেখলে তেড়ে যাই' সুদীপকে জবাব তাপসের

আমিও পাঁচবারের বিধায়ক, দশবারের কাউন্সিলর। আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য। আমি কালিমালিপ্ত নই, আমি দুর্নীতিগ্রস্ত নই, আমি হেফাজতে থাকা লোক নই। আমরা দলের ডোবারম্যান, আমরা দলের গ্রে–হাউন্ড, গ্রে–ডেন। সতর্ক করি, শত্রু দেখলে তেড়ে যাই। কিন্তু আমরা সাদা হাতি নই।

'আমরা দলের সাদা হাতি নই, শত্রু দেখলে তেড়ে যাই' সুদীপকে জবাব তাপসের

আমরা নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, ওম বিড়লার কাছে গিয়ে শুঁড় নাচিয়ে ভজনা করি না। তিনি সংসদের ভিতরে বিজেপির বিরুদ্ধে নীরব কেন? কেন্দ্রীয় সরকার যখন দমনপীড়ন নীতি শুরু করেছে তখন এই আদিখ্যেতা কি মানায়?‌ ওঁকে কী মোদীর কোটের প্রশংসা করতে লোকসভায় পাঠানো হয়েছে?’‌‌

'আমরা দলের সাদা হাতি নই, শত্রু দেখলে তেড়ে যাই' সুদীপকে জবাব তাপসের

একই সঙ্গে তিনি সুদীপের বিরুদ্ধে কোনও দিন কোনও আন্দোলনে যুক্ত না থাকার অভিযোগ তোলেন। সেই সঙ্গে বলেন, ‘উনি কোনও দিন সংগঠন করেছেন? কোনও আন্দোলন থেকে উঠে এসেছেন? পরাশ্রয়ী। একে, ওকে, তাকে ধরে রাজনীতিতে টিকে থাকেন।’

Most Popular