Saturday, April 20, 2024
spot_img
HomeUncategorizedপ্রস্তুতি ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

প্রস্তুতি ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

সংবাদ সংস্থা : টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেই ধাক্কা খেল ভারত। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কাছে ৩৬ রানে ম্যাচ হারল ভারত। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। এদিন রোহিত শর্মা মাঠে থাকলেও অধিনায়কত্ব করেছিলেন কে এল রাহুল। প্রথম একাদশে না থাকলেও ফিল্ডিং করতে দেখা যায় বিরাট কোহলিকে। ভারতীয় বোলারদের দাপটে প্রথম দিকে সেভাবে রান তুলতে পারেননি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্যাটাররা।

প্রস্তুতি ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে।১৬৯ রান তাড়া করতে মাঠে নামেন ভারতীয় ওপেনিং জুটি ঋষভ পন্থ ও কে এল রাহুল। তবে প্রথম থেকেই নড়বড়ে দেখিয়েছিল ভারতীয় ব্যাটিংকে। উইকেটের এক প্রান্তে রাহুল থাকলেও অন্যদিকে পরপর উইকেট পড়তে থাকে।

প্রস্তুতি ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

মাত্র ৯ রান করে আউট হয়ে যান ঋষভ। তারপরে হার্দিক পাণ্ডিয়া, দীপক হুডা, দীনেশ কার্তিক-সকলেই মাঠে নামলেও কিছুই করে উঠতে পারেননি।খুব ধীর গতিতে শুরু করলেও আস্তে আস্তে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন রাহুল। ইনিংসের শুরুর দিকে তাঁর স্ট্রাইক রেট একশোরও কম ছিল।

প্রস্তুতি ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

কিন্তু ম্যাচের শেষে তাঁর পরিসংখ্যান, ৫৫ বলে ৭৪ রান। ভাল খেললেও রাহুলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান অ্যান্ড্রু টাই। ভারত গুটিয়ে যায় ১৩২ রানে। এরপর আবার ১৭ ও ১৯ অক্টোবর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে।

Most Popular