Thursday, April 18, 2024
spot_img
Homeরাজ্যটানা বৃষ্টির জের, রাস্তায় ধস, আতঙ্কে বাসিন্দারা

টানা বৃষ্টির জের, রাস্তায় ধস, আতঙ্কে বাসিন্দারা

স্টাফ রিপোর্টার: পুজোর সময় থেকে বেশ কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার জেলাতেও দু’তিনদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে ভুটান পাহাড়ে ভারী বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার থেকে কালচিনি ব্লকের জয়গাঁ গ্রাম পঞ্চায়েতের তোর্ষা ঝোড়া, হাসিমারা ঝোড়ায় জলস্তর বাড়তে শুরু করে। ফুলেফেঁপে ওঠে নদীগুলি।

টানা বৃষ্টির জের, রাস্তায় ধস, আতঙ্কে বাসিন্দারা

নদীর দু’পাশের চর অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসিমারা ঝোড়া সংলগ্ন কিছু বাড়ি, যা গত বর্ষায় ভাসিয়ে নিয়ে গিয়েছিল ১৪টি বাড়ি। রাতভর পাহাড়ের বৃষ্টির জল সমতলে নেমে আসায় জয়গাঁ সীমান্তের ঝর্ণা বসতিতে রাস্তার একটা বড় অংশ ধসে গিয়েছে।

টানা বৃষ্টির জের, রাস্তায় ধস, আতঙ্কে বাসিন্দারা

স্থানীয়রা জানাচ্ছেন, প্রায় ৫০ মিটার রাস্তা পুরোপুরি ভেঙে গিয়েছে। ভাঙছে নদীর চর। বুধবার সকালে পরিস্থিতি পরিদর্শনে যান স্থানীয় তৃণমূল নেতা সুভাষ লামা। তিনি ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন।

Most Popular