Thursday, April 25, 2024
spot_img
Homeরাজ্যমানিকের কাছে তালিকা নিয়ে আসত আরকে, অনুমোদন দিত ডিডি! চ্যাটে দুই রহস্যজনক...

মানিকের কাছে তালিকা নিয়ে আসত আরকে, অনুমোদন দিত ডিডি! চ্যাটে দুই রহস্যজনক নাম

স্টাফ রিপোর্টার: প্রাথমিক নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারিতে গ্রেফতার সংসদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের গ্রেফতারিতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে জানানো হয়েছে, মানিক ভট্টাচার্যের ফোন থেকে জানা গিয়েছে ২ জনের নাম। নিয়োগ দুর্নীতিতে এই ২ জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে।

মানিকের কাছে তালিকা নিয়ে আসত আরকে, অনুমোদন দিত ডিডি! চ্যাটে দুই রহস্যজনক নাম

ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে মানিক ভট্টাচার্যের একটি ফোন বাজেয়াপ্ত করেছিল ইডি।ইডি সূত্রে খবর, মানিকের মোবাইল থেকে যে কথোপকথন উদ্ধার করা হয়েছে, তাতে রয়েছে দুই রহস্যজনক নাম।যাদের সংক্ষিপ্ত নাম ডিডি ও আরকে।

মানিকের কাছে তালিকা নিয়ে আসত আরকে, অনুমোদন দিত ডিডি! চ্যাটে দুই রহস্যজনক নাম

ইডি সূত্রে পাওয়া তথ্য বলছে, টেট-এ বসা অযোগ্য প্রার্থীদের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়ার জন্য সংশোধিত মেধা তালিকা তৈরি করে পাঠানো হয়েছিল মানিকের কাছে৷ ‘আরকে’ নামে ওই ব্যক্তির কাছ থেকেই মানিকের কাছে এসেছিল এই তালিকা৷ কারণ মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন৷

মানিকের কাছে তালিকা নিয়ে আসত আরকে, অনুমোদন দিত ডিডি! চ্যাটে দুই রহস্যজনক নাম

ইডি সূত্রের দাবি, ওই তালিকা পাঠিয়ে ‘আরকে’ নামে ওই ব্যক্তি মানিককে জানান, অযোগ্য প্রার্থীদের এই তালিকা উপরমহল থেকে অনুমোদিত হয়ে এসেছে৷অনুমোদন করেছে ডিডি।’আরকে’ নামে এই ব্যক্তির পরিচয় জানার পাশাপাশি কে এই ডিডি? যার থেকে এই বেআইনি মেধা তালিকার অনুমোদন এসেছিল, সেই তথ্যও পেতে চান ইডি কর্তারা৷

Most Popular