Thursday, April 18, 2024
spot_img
Homeরাজ্যঅযোগ্যদের চিহ্নিত করা গেলেই যোগ্যদের নিয়োগের পথ পরিষ্কার হবে: বিকাশরঞ্জন

অযোগ্যদের চিহ্নিত করা গেলেই যোগ্যদের নিয়োগের পথ পরিষ্কার হবে: বিকাশরঞ্জন

স্টাফ রিপোর্টার: ৫৭৮ দিনে পড়েছে কলকাতায় চাকরিপ্রার্থীদের অবস্থান। নিয়োগের দাবিতে কেউ সরকারের বিরুদ্ধে উগরে দিচ্ছেন ক্ষোভ। কারও আবার চোখে জল। হকের চাকরিটা দেখতে পেলেও যেন ছুঁতে পারছেন না ওরা। আর সময় যত কাটছে ততই দুর্বল হচ্ছে ধৈর্যের বাঁধ।

অযোগ্যদের চিহ্নিত করা গেলেই যোগ্যদের নিয়োগের পথ পরিষ্কার হবে: বিকাশরঞ্জন

এই পরিস্থিতিতে দ্রুত নিয়োগ নিয়ে কোনও আশার কথা শোনাতে পারলেন না মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, ‘যোগ্য প্রার্থীদের কী ভাবে নিয়োগ হবে সেব্যাপারে নির্দেশ দেবে আদালত। আমাদের সেজন্য অপেক্ষা করতে হবে। কিন্তু কোনও ভাবেই শূন্যপদ তৈরি করে অযোগ্যদের চাকরি রক্ষা করতে আমরা দেব না।

অযোগ্যদের চিহ্নিত করা গেলেই যোগ্যদের নিয়োগের পথ পরিষ্কার হবে: বিকাশরঞ্জন

এরা স্কুলে থাকলে ঘুণের মতো শিক্ষাব্যবস্থাটাকে শেষ করবে। একবার অবৈধভাবে চাকরি পাওয়া ব্যক্তিদের তালিকা চূড়ান্ত হয়ে গেলেই যোগ্যদের নিয়োগের পথ পরিষ্কার হয়ে যাবে।’ তিনি আরও বলেন ‘রাজ্য সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে ফেলতে চায়।

অযোগ্যদের চিহ্নিত করা গেলেই যোগ্যদের নিয়োগের পথ পরিষ্কার হবে: বিকাশরঞ্জন

যা সামগ্রিকভাবে শিক্ষক ও আগামী প্রজন্মের কাছে সর্বনাশের সামিল। তাই আমাদের সতর্ক হয়ে পদক্ষেপ করতে হবে। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের শাস্তির দাবি জানাব আমরা। যোগ্য প্রার্থীদের বঞ্চনার জন্য তারাও অনেকাংশে দায়ী।’

Most Popular