Saturday, April 20, 2024
spot_img
Homeদেশশহরে অটো পরিষেবা বন্ধ করছে সরকার

শহরে অটো পরিষেবা বন্ধ করছে সরকার

সংবাদ সংস্থা : শহরে অটোর দৌরাত্ম্যে নাজেহাল সরকার। হিমশিম খেতে হচ্ছে অটোর নিত্যনতুন রুট ও অটোচালকদের বাড়বাড়ন্ত সামাল দিতে। সেই কারণেই এবার কড়া সিদ্ধান্ত নিল সরকার। ধীরে ধীরে কমিয়ে দেওয়া হবে অটো। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার।

শহরে অটো পরিষেবা বন্ধ করছে সরকার

জানা গিয়েছে, কর্নাটক সরকারের তরফে ওলা, উবার, র‌্যাপিডোর মতো অনলাইন ক্যাব অ্যাপ্লিকেশনগুলিকে তাদের অটো পরিষেবা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, অতিরিক্ত ভাড়া নেওয়া ও গ্রাহকদের হেনস্থা করার একাধিক অভিযোগ উঠতেই সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Most Popular