Saturday, April 20, 2024
spot_img
Homeকলকাতাবাংলায় খুলে গেল ভারতের প্রথম সোলার ডোম

বাংলায় খুলে গেল ভারতের প্রথম সোলার ডোম

স্টাফ রিপোর্টার: নিউটাউনে খুলে গেল ভারতের প্রথম সৌর গম্বুজ বা সোলার ডোম। এই ডোমের গায়ে মোট ২০০০টি সোলার প্যানেল লাগানো রয়েছে। ২.৮৯ একর জমির ওপর ৫৫ মিটার উঁচু এই গম্বুজের ব্যস ৪৬ মিটার। ডোমের বাইরেটা পুরোটাই সুদৃশ্য সোলার প্যানেল দিয়ে মোড়া।

বাংলায় খুলে গেল ভারতের প্রথম সোলার ডোম

ডোমের বাইরে লাগানো সোলার প্যানেল থেকে ১৮০ কিলো ওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ডোমের ভিতর আলো, পাখা, কম্পিউটার, টিভি, লিফট সবকিছু চলবে সৌরবিদ্যুতের সাহায্যেই।ডোমের ভিতরে আট-ন’তলা বাড়ির উচ্চতা সমান গোলাকার গ্যালারি আছে।

বাংলায় খুলে গেল ভারতের প্রথম সোলার ডোম

ইকো পার্কে ঘুরতে আসা সকল পর্যটক বিনামূল্যে এই গ্যালারিতে যেতে পারবেন এবং ইকোপার্কের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে পারবেন।এই সৌর গম্বুজটি তৈরি করেছে হিডকো এবং রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। সুইৎজারল্যান্ডের একটি নামী সংস্থার পরামর্শ অনুযায়ী তৈরি হয়েছে এই সোলার ডোম।

বাংলায় খুলে গেল ভারতের প্রথম সোলার ডোম

রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা এই গম্বুজ তৈরির সিংহভাগ খরচ বহন করেছে। নগরয়োন্নন দফতরও আর্থিক সহায়তা করছে। দেশের মধ্যে বাংলাই প্রথম সোলার ডোম প্রকল্প গড়ে তুলল। কলকাতা, রাজ্য তথা দেশের মানুষের কাছে দর্শনীয় স্থান হয়ে উঠবে এটি।

Most Popular