Thursday, March 28, 2024
Homeদেশমিড-ডে মিলের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের

মিড-ডে মিলের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের

সংবাদ সংস্থা : পিএম পোষণ প্রকল্পে এ বার মিড-ডে মিলের জন্য বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এই মর্মে শুক্রবার শিক্ষা মন্ত্রকের তরফে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। প্রাথমিকে বরাদ্দ বেড়ে হয়েছে ৫ টাকা ৪৫ পয়সা। আগেই এই বরাদ্দের পরিমাণ ছিল ৪ টাকা ৯৭ পয়সা।

মিড-ডে মিলের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের

উচ্চ প্রাথমিকে মিড-ডে মিলে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা ১৭ পয়সা। আগে এই বরাদ্দ ছিল, ৭ টাকা ৪৫ পয়সা। এই প্রকল্পকে ৩ ভাগে ভাগ করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের জন্য। কেন্দ্রীয় সরকার এই প্রকল্প কার্যকর করতে চায় রাজ্য সরকারগুলির সঙ্গে হাত মিলিয়ে।

মিড-ডে মিলের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের

এমনও কিছু কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, যার মিড-ডে মিলের অর্থ বরাদ্দ সম্পূর্ণ ভাবে নিজেরাই করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার।পিএম পোষণ-এর দায়িত্বপ্রাপ্ত নির্দেশক জি বিজয় ভাস্কর বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েও দিয়েছেন।নতুন এই ঘোষণার পর কোনও রাজ্য সরকার এখনও এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানায়নি।

Most Popular