Tuesday, April 23, 2024
spot_img
Homeকলকাতা২ বছর পর কাল কার্নিভালে সেজে উঠবে রেড রোড, জারি একগুচ্ছ নির্দেশিকা

২ বছর পর কাল কার্নিভালে সেজে উঠবে রেড রোড, জারি একগুচ্ছ নির্দেশিকা

স্টাফ রিপোর্টার: কৈলাসে ফিরে গিয়েছেন উমা। আবার বছরভর অপেক্ষা করার পালা। তবে বিসর্জনের পরও পুজোর আনন্দে মাতোয়ারা বাংলা। করোনা অতিমারি পর্ব কাটিয়ে দু’বছর পর কাল আবার পুজো কার্নিভালে সেজে উঠবে রেড রোড।শুক্রবার জেলায় জেলায় অনুষ্ঠিত হয়েছে পুজো কার্নিভ্যাল।কাল মূল কার্নিভ্যাল হবে কলকাতার রেড রোডে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের অনুষ্ঠানে থাকছেন।

২ বছর পর কাল কার্নিভালে সেজে উঠবে রেড রোড, জারি একগুচ্ছ নির্দেশিকা

আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল লা গণেশনকে। সুস্থ থাকলে তিনিও উপস্থিত থাকবেন। নবান্ন সূত্রে খবর, ২৫ দফার গাইডলাইন মেনে কার্নিভ্যাল হবে। কীভাবে পরিচালনা করা হবে, কতজন উপস্থিত থাকবে তা নিয়ে বিস্তারিত বলা হয়েছে গাইডলাইনে। মোট ১০০টি পুজো অংশ নিচ্ছে। ৪টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। সেরার সেরা ৪২টি পুজো, সেরা ভাবনায় ১৯টি পুজো, সেরা পরিবেশ বান্ধব ১৬টি পুজো, বিশেষ পুরস্কার পাচ্ছে ২২টি পুজো।

২ বছর পর কাল কার্নিভালে সেজে উঠবে রেড রোড, জারি একগুচ্ছ নির্দেশিকা

সকাল সাড়ে এগারোটা থেকে বেলা বারোটার মধ্যে পুজো কমিটিগুলোকে রেড রোডে ঢুকতে হবে। ৩টে ট্রেলার বা ট্যাবলো নিয়ে যেতে পারবে পুজো কমিটিগুলি। শোভাযাত্রায় সর্বাধিক ৫০ জনের থাকার অনুমতি। মুখ্যমন্ত্রীর জন্য কোনও উপহার নিয়ে আসতে পারবে না পুজো কমিটিগুলি।পুলিশ সূত্রের খবর, প্রতিটি পুজো কমিটি সর্বোচ্চ তিনটি করে ট‌্যাবলো আনতে পারবে। কোনওটারই উচ্চতা ১৬ ফুটের বেশি হওয়া চলবে না।

২ বছর পর কাল কার্নিভালে সেজে উঠবে রেড রোড, জারি একগুচ্ছ নির্দেশিকা

ট‌্যাবলো চালক ও গাড়ির যাবতীয় তথ্য থানায় জমা করতে হবে। গাড়ি যাতে যান্ত্রিক ত্রুটিমুক্ত থাকে তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে হবে। প্রতিটি পুজো কমিটির সঙ্গে থাকবে একজন করে পুলিশ আধিকারিক।কাল বিকাল সাড়ে ৪ টে থেকে শুরু হবে কার্নিভাল।প্রথমে ঠিক হয়েছিল রেড রোডের কার্নিভালে মোট ৯৯ টি পুজো কমিটি অংশ নেবে। কিন্তু তা পরিবর্তিত হয়ে আপাতত ৯৫ টি পুজো কমিটি রেড রোডে কারনিভালে অংশ নিতে চলেছে তেমনটাই নবান্ন সূত্রে খবর।

২ বছর পর কাল কার্নিভালে সেজে উঠবে রেড রোড, জারি একগুচ্ছ নির্দেশিকা

সে ক্ষেত্রে চূড়ান্তভাবে এই সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছে প্রশাসনিক মহলের একাংশ।তবে বিশ্ব বাংলা সম্মান পাওয়া সত্ত্বেও একডালিয়া এভারগ্রিন এবার কার্নিভ্যাল অংশ নিচ্ছে না। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত বলে ক্লাবের তরফে জানানো হয়েছে। কার্নিভাল শেষ হতে প্রায় চার ঘণ্টা সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সেই মোতাবেক প্রস্তুতি রেখেছ কলকাতা পুলিশ।পাশাপাশি রেড রোডে কার্নিভালকে কেন্দ্র করে করা হচ্ছে মূল চারটি মঞ্চ।

২ বছর পর কাল কার্নিভালে সেজে উঠবে রেড রোড, জারি একগুচ্ছ নির্দেশিকা

একটি মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। ঠিক তার পাশের মঞ্চেই থাকবেন রাজ্যপাল সহ বিচারপতিরা। অন্য আরেকটি মঞ্চে থাকবেন অভিনেতা, অভিনেত্রী-সহ সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বরা। তার পাশের মঞ্চে থাকবেন বিদেশ থেকে আমন্ত্রিত অতিথিরা।

২ বছর পর কাল কার্নিভালে সেজে উঠবে রেড রোড, জারি একগুচ্ছ নির্দেশিকা

মনে করা হচ্ছে, এবারের রেড রোডের কার্নিভালে বিপুল সংখ্যক উপস্থিতি হতে চলেছে সাধারণ দর্শকদের। তার জন্য এবার প্রশাসন ও বিশেষভাবে ব্যবস্থা নিতে চলেছে গোটা কার্নিভালকে কেন্দ্র করে।এদিকে এদিন রেড রোডে দুর্গাপুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা উপলক্ষে কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

২ বছর পর কাল কার্নিভালে সেজে উঠবে রেড রোড, জারি একগুচ্ছ নির্দেশিকা

এ নিয়ে বিশেষ নির্দেশিকা দিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।শুক্রবার রাত ১২টা (তারিখ অনুযায়ী শনিবার) থেকে বন্ধ থাকবে রেড রোড। শনিবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। তার পর দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত রেড রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।

Most Popular