Tuesday, April 23, 2024
spot_img
Homeরাজ্যভাসান-দুর্ঘটনা ‘ম্যানমেড’, দাবি বিজেপির,পাল্টা তৃণমূল

ভাসান-দুর্ঘটনা ‘ম্যানমেড’, দাবি বিজেপির,পাল্টা তৃণমূল

স্টাফ রিপোর্টার: দশমীর সন্ধেয় মাল নদীতে ঠাকুর বিসর্জন দিতে গিয়ে শিশু-সহ ৮ জনের প্রাণ গিয়েছে।এই হড়পা বানের কারণ খুঁজতে এসে একে ‘ম্যানমেড’ (মানুষের সৃষ্টি) বলে দাবি করল বিজেপির প্রতিনিধি দল।শনিবার মালবাজারে যায় বিজেপি ৯ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধি দলে ছিলেন ৭ বিধায়ক, একজন সাংসদ ও জেলা সভাপতি। প্রথমে ঘটনাস্থলে যান তাঁরা। এর পর মৃতদের বাড়িতে যান৷

ভাসান-দুর্ঘটনা ‘ম্যানমেড’, দাবি বিজেপির,পাল্টা তৃণমূল

তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে কিছু সাহায্য তুলে দেয় এই প্রতিনিধি দল। এর পর সেখান থেকে সোজা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন তাঁরা। আহতদের নাম নথিভুক্ত করার পর মালবাজার থানায় গিয়ে পুলিশের কাছে গোটা ঘটনার কারণ জানতে চায় বিজেপির প্রতিনিধি দল। একই সঙ্গে তদন্ত ঠিক পথে এগোচ্ছে কি না, সেই সংক্রান্ত নথি চান বিজেপি বিধায়ক ও নেতারা।

ভাসান-দুর্ঘটনা ‘ম্যানমেড’, দাবি বিজেপির,পাল্টা তৃণমূল

বিজেপির সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মণের দাবি, ‘‘গোটা ঘটনা পরিকল্পিত। এক কথায় ‘ম্যান মেড ম্যাসাকার’ বা ‘ম্যান মেড ডিজ়াস্টার’ বলা যায়। আমরা গোটা ঘটনা খতিয়ে দেখে রাজ্য বিজেপিকে রিপোর্ট পেশ করব। সুকান্তবাবুর (বিজেপি রাজ্য সভাপতি) সঙ্গে কথা বলব। প্রয়োজনে যদি আইনি পথ অবলম্বন করতে হয়, সেটাও করব।

ভাসান-দুর্ঘটনা ‘ম্যানমেড’, দাবি বিজেপির,পাল্টা তৃণমূল

তবে আগে রাজ্যকে রিপোর্ট পেশ করব।’’ বিজেপির প্রতিনিধি দলের মালবাজারে যাওয়ার ঘটনায় জলপাইগুড়ি জেলার তৃণমূলের সভাপতি মহুয়া গোপে বলেন, ‘‘বিজেপি এটা নিয়ে রাজনীতি ছাড়া আর কিছু করছে না। যে দিন থেকে ঘটনা ঘটেছে সেদিন থেকে তারা যে কথা বলছে সেটা মৃতদেহ নিয়ে রাজনীতি করা ছাড়া আর কিছু নয়।

ভাসান-দুর্ঘটনা ‘ম্যানমেড’, দাবি বিজেপির,পাল্টা তৃণমূল

আজ নতুন করে মাল নদীতে ভাসান হচ্ছে না। হড়পা বানে একটা দুর্ঘটনা হয়ে গিয়েছে। বিসর্জনের দিন এমন ঘটনায় বলার কোনও ভাষা নেই। কিন্তু এর পর বিজেপি বলবে হড়পা বানও তৃণমূল নিয়ে এসেছে।’’

Most Popular