Saturday, April 20, 2024
spot_img
Homeকলকাতাবর্ণাঢ্য শোভাযাত্রা উপলক্ষে কাল অবস্থান বিক্ষোভ স্থগিত রাখছেন চাকরিপ্রার্থীরা

বর্ণাঢ্য শোভাযাত্রা উপলক্ষে কাল অবস্থান বিক্ষোভ স্থগিত রাখছেন চাকরিপ্রার্থীরা

স্টাফ রিপোর্টার: পুলিশের নির্দেশ মেনে আজ মেয়ো রোডের ধর্নাস্থলে তাঁরা অবস্থান বিক্ষোভে বসছেন না।এমনটাই জানালেন বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা উপলক্ষে অবস্থান বিক্ষোভে বসে থাকা আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। শনিবার দুর্গাপুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা উপলক্ষে কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বর্ণাঢ্য শোভাযাত্রা উপলক্ষে কাল অবস্থান বিক্ষোভ স্থগিত রাখছেন চাকরিপ্রার্থীরা

এই বর্ণাঢ্য শোভাযাত্রা যাওয়ার কথা রেড রোড দিয়ে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে পুরো এলাকা। আর সেই কারণেই মেয়ো রোড থেকে চাকরিপ্রার্থীদের আন্দোলন তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিল ময়দান থানার পুলিশ।এই বিষয়ে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে জানানো হয়, শনিবার তাঁরা ধর্নায় বসবেন না।

বর্ণাঢ্য শোভাযাত্রা উপলক্ষে কাল অবস্থান বিক্ষোভ স্থগিত রাখছেন চাকরিপ্রার্থীরা

প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে চান বলেও চাকরিপ্রার্থীরা জানান। আন্দোলনকারীরা দাবি করেছেন, শনিবারের শোভাযাত্রার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যদি চাকরির নিশ্চিত আশ্বাস দেন, তা হলে তাঁরা অবস্থান বিক্ষোভ একেবারে তুলে নেবেন।

Most Popular