Friday, March 29, 2024
Homeরাজ্য'ভোটে যেন কোনও মায়ের কোল খালি না হয়', পুজো উদ্বোধন করে প্রার্থনা...

‘ভোটে যেন কোনও মায়ের কোল খালি না হয়’, পুজো উদ্বোধন করে প্রার্থনা সুকান্তর

স্টাফ রিপোর্টার: বিধাননগরের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের পুজো উদ্বোধন করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নানা বিতর্কের মধ্যেই গত কয়েক বছর ধরে এই দুর্গাপুজোর আয়োজন করছে বিজেপি। এবারও খুব দ্রুত সারা হয়েছে পুজোর প্রস্তুতি।

'ভোটে যেন কোনও মায়ের কোল খালি না হয়', পুজো উদ্বোধন করে প্রার্থনা সুকান্তর

এদি পুজোর উদ্ধোধন করে সুকান্ত মজুমদার বলেন, ‘আমরা যখন মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছি তখন কলকাতার ফুটপাথে যুবক যুবতীরা তাদের চাকরির দাবিতে অবস্থান করছেন। আদালত বলছে ৭ হাজার ভুয়ো চাকরি দেওয়া হয়েছে। কলকাতার বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে।

'ভোটে যেন কোনও মায়ের কোল খালি না হয়', পুজো উদ্বোধন করে প্রার্থনা সুকান্তর

এই দুর্গতি থেকে মা দুর্গা আমাদের রক্ষা করুন’। তিনি আরও বলেন, ‘মায়ের কাছে প্রার্থনা করেছি পঞ্চায়েত নির্বাচনে যেন কোনও মায়ের কোল খালি না হয়। পশ্চিমবঙ্গে যেহেতু কোনও কর্মসংস্থানের ব্যবস্থা নেই,

'ভোটে যেন কোনও মায়ের কোল খালি না হয়', পুজো উদ্বোধন করে প্রার্থনা সুকান্তর

তাই তৃণমূল করাই এখন গ্রামে গঞ্জে রোজগারের একমাত্র উপায়। রাজনীতির সঙ্গে জীবিকা জড়িয়ে গেলে সেই রাজনীতিতে হিংসা হবেই। পশ্চিমবঙ্গকে এই জায়গা থেকে বেরোতে হবে।’

Most Popular