Thursday, April 25, 2024
spot_img
Homeরাজ্যপার্থদের বিরুদ্ধে চার্জশিট দিতে রাজ্যের অনুমতির দরকার নেই : বিকাশরঞ্জন

পার্থদের বিরুদ্ধে চার্জশিট দিতে রাজ্যের অনুমতির দরকার নেই : বিকাশরঞ্জন

স্টাফ রিপোর্টার: সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়সহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট পেশের জন্য রাজ্যের অনুমোদন চাইলেও তা এখনো পাওয়া যায়নি। ফলে আলিপুর আদালতে পেশ করা সিবিআইয়ের বৈধতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।রাজ্যে শিক্ষক দুর্নীতি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে গেলে সিবিআইকে রাজ্য সরকারের কোনও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।

পার্থদের বিরুদ্ধে চার্জশিট দিতে রাজ্যের অনুমতির দরকার নেই : বিকাশরঞ্জন

এমনই জানিয়েছেন মামলায় চাকরিপ্রার্থীদের পক্ষের প্রধান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। শনিবার বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশের জন্য সিবিআইয়ের রাজ্য সরকারের অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই। সিবিআই কেন অনুমতি নিতে গিয়েছে জানি না।

পার্থদের বিরুদ্ধে চার্জশিট দিতে রাজ্যের অনুমতির দরকার নেই : বিকাশরঞ্জন

আদালতের স্পষ্ট নির্দেশ রয়েছে, যে মামলায় সরকারি প্রক্রিয়ার মধ্যে দুর্নীতি হয়েছে সেখানে সরকারের অনুমতি লাগবে। এখানে দুর্নীতি হয়েছে সরকারি প্রক্রিয়ার বাইরে। ফলে এখানে অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই। এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে পারবেন না।’

পার্থদের বিরুদ্ধে চার্জশিট দিতে রাজ্যের অনুমতির দরকার নেই : বিকাশরঞ্জন

তিনি আরও জানান, ‘বিভিন্ন ভাবে ভুয়ো খবর ছড়িয়ে তৃণমূলের দুর্নীতিকে লঘু করে দেখানোর চেষ্টা হচ্ছে। আদালতে এসব খবরের কোনও প্রভাব পড়ে না। ফলে যোগ্য চাকরিপ্রার্থীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমরা তাদের সঙ্গে রয়েছি।’

Most Popular