Saturday, April 20, 2024
spot_img
Homeজেলানামখানার মেধাবী ছাত্রছাত্রীদের চেক বিলি

নামখানার মেধাবী ছাত্রছাত্রীদের চেক বিলি

রবীন্দ্রনাথ মণ্ডল ও অমিত মণ্ডল, নামখানা:
নামখানার মেধাবী ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে প্রত্যেককে দুই হাজার টাকা করে চেক তুলে দিলেন মন্ত্রী। শুক্রবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নিজের বিধায়কের সাম্মানিক ভাতা থেকে ৩৫ জন ছাত্রছাত্রীর হাতে এই চেক তুলে দেন।

নামখানার মেধাবী ছাত্রছাত্রীদের চেক বিলি

এদিন নামখানা বিডিও অফিসে মাধ্যমিকের ২০ জন ও উচ্চ মাধ্যমিকের ১৫ জন কৃতী ছাত্রছাত্রীর হাতে চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি জেলার যুব সংসদ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী নামখানা ইউনিয়ন হাই স্কুলকে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন মন্ত্রী বলেন, এই চেক নিমিত্ত মাত্র। ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য আমার এই কর্মসূচি। ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

নামখানার মেধাবী ছাত্রছাত্রীদের চেক বিলি

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা মালী মণ্ডল, গঙ্গাসাগর বকখালি ডেভেলাপমেন্ট অথরিটির চেয়ারম্যান শ্রীমন্তকুমার মালি বিশিষ্ট সমাজসেবী ধীরেন দাস ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Most Popular