Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যতৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত! ১০ জেলা ভাসতে পারে বৃষ্টিতে

তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত! ১০ জেলা ভাসতে পারে বৃষ্টিতে

স্টাফ রিপোর্টার: কাল মহাষষ্ঠী। তবে পুজোতে ক্রমশ বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। সপ্তমী এবং অষ্টমীতে দক্ষিণবঙ্গের ১০ জেলা ভাসতে পারে বৃষ্টিতে।আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে কাল তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে।

তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত! ১০ জেলা ভাসতে পারে বৃষ্টিতে

এটি মিশে যাবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের সঙ্গে। এর ফলে রবিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবার প্রবল সম্ভাবনা থাকছে। এর ফলে কলকাতায় মূলত মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। তবে সপ্তমীতে রাজ্যের চার থেকে পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত! ১০ জেলা ভাসতে পারে বৃষ্টিতে

এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় মাঝারি মাপের কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা।অষ্টমীতে মূলত পশ্চিমের জেলাগুলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও মাঝারি মাপের বৃষ্টির সম্ভাবনা।

তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত! ১০ জেলা ভাসতে পারে বৃষ্টিতে

নবমী ও দশমী হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা কিছুটা কমবে অষ্টমী থেকেই।পাশাপাশি রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। দশমী পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

Most Popular