Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যকেন্দ্রীয় প্রকল্পের টাকা অন্য খাতে! আরটিআই শুভেন্দুর

কেন্দ্রীয় প্রকল্পের টাকা অন্য খাতে! আরটিআই শুভেন্দুর

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় প্রকল্পের টাকা অন্য কাজে লাগানো হচ্ছে কি না, এই সংক্রান্ত প্রশ্ন তুলে এ বার তথ্যের অধিকার আইনে (আরটিআই) আবেদন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগেই এই অভিযোগে সরব হয়েছিলেন তিনি। এ বার অর্থ সচিব মনোজ পন্থের কাছে আরটিআই মারফত আবেদন করে কিছু প্রশ্নের জবাব চেয়েছেন শুভেন্দু।

কেন্দ্রীয় প্রকল্পের টাকা অন্য খাতে! আরটিআই শুভেন্দুর

তাঁর দাবি, কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বদলে পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেমের (পিএফএমএস) জন্য রাজ্যের নোডাল অ্যাকাউন্ট খোলা হয়েছে একটি বেসরকারি ব্যাঙ্কে। সেই একই ব্যাঙ্কে রয়েছে রাজ্যের আপৎকালীন ত্রাণ তহবিলের অ্যাকাউন্ট। তার ফলে কেন্দ্রীয় প্রকল্পের টাকা এ দিক-ও দিক করতে সুবিধা হচ্ছে, এমন তথ্য সরকারি সূত্রেই তিনি পেয়েছেন বলে বিরোধী দলনেতার দাবি।

কেন্দ্রীয় প্রকল্পের টাকা অন্য খাতে! আরটিআই শুভেন্দুর

শুভেন্দু বলেন, ‘‘রাজ্যে পুরো দেউলিয়া সরকার। লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় আইসিডিএসের টাকা ভেঙে।‌ আইসিডিএসের টাকা মেরামত করে মিড ডে মিলের টাকা থেকে।‌ আমি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠিও লিখব।’’

Most Popular