Saturday, April 20, 2024
spot_img
Homeরাজ্যসম্পত্তি বৃদ্ধি মামলায় স্বস্তি তৃণমূলের ১৯ নেতার, খারিজ ইডিকে পার্টি করার নির্দেশ

সম্পত্তি বৃদ্ধি মামলায় স্বস্তি তৃণমূলের ১৯ নেতার, খারিজ ইডিকে পার্টি করার নির্দেশ

স্টাফ রিপোর্টার: পুজোর আগে সুপ্রিম কোর্টে স্বস্তি পেল রাজ্যের শাসকদল তৃণমূল। তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধির মামলায় কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)কে যুক্ত করার। তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী স্বর্ণকমল সাহা-সহ একাধিক তৃণমূল নেতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান।

সম্পত্তি বৃদ্ধি মামলায় স্বস্তি তৃণমূলের ১৯ নেতার, খারিজ ইডিকে পার্টি করার নির্দেশ

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ইডিকে পার্টি করার হাই কোর্টের নির্দেশ খারিজ করে দিল। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সম্পত্তি মামলায় অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।সুপ্রিম কোর্টের এই রায়ের পর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘সুপ্রিম কোর্টের রায়েই স্পষ্ট, বিজেপির কুৎসার চক্রান্ত ব্যর্থ হল।’’

সম্পত্তি বৃদ্ধি মামলায় স্বস্তি তৃণমূলের ১৯ নেতার, খারিজ ইডিকে পার্টি করার নির্দেশ

পাল্টা বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘এই মামলা দায়ের করার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। ঠিক সময় সমস্ত কিছুর উপর থেকে পর্দা উঠবে। সত্য প্রতারিত হতে পারে, কিন্তু পরাজিত হয় না।’’

Most Popular