Thursday, April 25, 2024
spot_img
Homeজেলাপ্রাকৃতিক বিপর্যয়ের যন্ত্রণা ভুলে উৎসবের মেজাজে মৌসুনি দ্বীপ

প্রাকৃতিক বিপর্যয়ের যন্ত্রণা ভুলে উৎসবের মেজাজে মৌসুনি দ্বীপ

বিশ্ব সমাচার, নামখানা: বারবার প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী থেকেছে সুন্দরবন। আমফান, বুলবুল ও ইয়াসের মতো প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত সুন্দরবনের নামখানা ব্লক। বাদ যায়নি মৌসুনি দ্বীপও। এই দ্বীপে প্রায় ৩০ হাজারে বেশি মানুষ বসবাস করে। গত ইয়াস ঘূর্ণিঝড়ে মৌসুনির ৯০ ভাগেরও বেশি এলাকা প্লাবিত হয়েছিল।

প্রাকৃতিক বিপর্যয়ের যন্ত্রণা ভুলে উৎসবের মেজাজে মৌসুনি দ্বীপ

এখনো বহু পরিবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। রাত পোহালেই দুর্গাপুজো।সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের যন্ত্রণা ভুলে উৎসবের মেজাজে মৌসুনি দ্বীপ। দ্বীপের মানুষ সামর্থ্য অনুযায়ী জামাকাপড় কেনার জন্য ভিড় জমিয়েছে কাপড়ের দোকানগুলিতে । মৌসুনি দ্বীপের তিনটি এলাকাতে দুর্গাপুজো হয়।

প্রাকৃতিক বিপর্যয়ের যন্ত্রণা ভুলে উৎসবের মেজাজে মৌসুনি দ্বীপ

মৌসুনি দ্বীপের সবচেয়ে পুরনো পুজো মৌসুনির বাগডাঙা সর্বজনীন দুর্গাপুজো। তাদের পুজো এবছর ৭৫ বর্ষে পদার্পণ করেছে। অন্য দুটি পুজো মৌসুনির প্রথম খণ্ড সর্বজনীন দুর্গাপুজো। তাদের পুজো এ বছর ৪৬ তম বর্ষে পদার্পণ করেছে। এরপরেই রয়েছে মৌসুনির বালিয়াড়া কুসুমতলা সর্বজনীন দুর্গাপুজো। তাদের এ বছরের পুজো ২৫ তম বর্ষে পদার্পণ করেছে।

প্রাকৃতিক বিপর্যয়ের যন্ত্রণা ভুলে উৎসবের মেজাজে মৌসুনি দ্বীপ

মৌসুনি দ্বীপের তিনটি পুজো কমিটি মুখ্যমন্ত্রীর ঘোষিত আর্থিক অনুদান পেয়েছে। যদিও বাজেটের দিক থেকে মৌসুনি বাগডাঙা পুজো কমিটিকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে অন্য দু”টি পুজো কমিটি। তিনটি পুজো কমিটির পক্ষ থেকে দুঃস্থ মানুষদের সাহায্যের জন্য একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।

Most Popular