Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যলক্ষ লক্ষ উত্তরপত্র নষ্ট করার অভিযোগ, তদন্তে এবার সিবিআই

লক্ষ লক্ষ উত্তরপত্র নষ্ট করার অভিযোগ, তদন্তে এবার সিবিআই

স্টাফ রিপোর্টার: ২০১৪ সালের টেট পরীক্ষায় ১২ লক্ষেরও বেশি ওএমআর শিট নষ্ট করার অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।২০১৪ সালের টেট ওএমআর শিট বা উত্তরপত্র নষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে মোট ১২ লক্ষের বেশি ওএমআর শিট নষ্ট করার অভিযোগ পেয়েছে হাই কোর্ট।

লক্ষ লক্ষ উত্তরপত্র নষ্ট করার অভিযোগ, তদন্তে এবার সিবিআই

মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেন উত্তরপত্র নষ্ট করে দেওয়া হয়েছে? এরপরই তিনি নির্দেশ দেন, ২০১৪ সালের টেট পরীক্ষার ওএমআর শিট নষ্টের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করবে সিবিআই। এই মামলায় এক মাসের মধ্যে সিবিআইকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে হাই কোর্টের তরফে।

লক্ষ লক্ষ উত্তরপত্র নষ্ট করার অভিযোগ, তদন্তে এবার সিবিআই

বিচারপতি বলেন, ‘ওএমআর শিট নষ্টের বিষয়ে পর্ষদের ভূমিকা সন্দেহজনক ও ঢিলেঢালা, সাংবিধানিক সংস্থার কাছে এই ভূমিকা প্রত্যাশিত নয়।’ মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১ নভেম্বর।

Most Popular