Thursday, April 25, 2024
spot_img
Homeজেলাপুজোয় ক্যানিংয়ের গ্রামে ডেঙ্গু, ম্যালেরিয়া নিয়ে সচেতনতার বার্তা দিলেন পঞ্চায়েত সদস্য

পুজোয় ক্যানিংয়ের গ্রামে ডেঙ্গু, ম্যালেরিয়া নিয়ে সচেতনতার বার্তা দিলেন পঞ্চায়েত সদস্য

বিশ্ব সমাচার, ক্যানিং: ক্যানিংয়ের মাতলা ১ পঞ্চায়েতের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে যেখানে সেখানে নোংরা, আবর্জনা এবং প্লাস্টিকের পাহাড় জমছে। এমনকী জলনিকাশি নালায় প্লাস্টিক, থার্মোকলের চাপে বন্ধ হতে বসেছে নিকাশি ব্যবস্থা। এলাকায় বাড়ছে কীটপতঙ্গ, বিষধর সাপ সহ মশা, মাছির আনাগোনা। পুজোর সময় বর্ষণের সম্ভাবনা। দাপট দেখাতে পারে ডেঙ্গু, ম্যালেরিয়া।

পুজোয় ক্যানিংয়ের গ্রামে ডেঙ্গু, ম্যালেরিয়া নিয়ে সচেতনতার বার্তা দিলেন পঞ্চায়েত সদস্য

তাদের হাত থেকে মানুষজনকে সুস্থ রাখতে আগেভাগেই উদ্যোগ নিয়ে মাঠে নেমে পড়লেন স্থানীয় পঞ্চায়েত সদস্য রবীন্দ্রনাথ অধিকারী।মঙ্গলবার সকাল থেকে এলাকার বেশ কিছু নালা, নর্দমা, শৌচালয়ে ব্লিচিং ছড়ালেন তিনি নিজেই। পঞ্চায়েত সদস্যের এমন উদ্যোগ দেখে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এলেন ওয়ার্ডেরই বাসিন্দা প্রভাকর দাস, সঞ্জয় নস্কর, অমিত হালদার, পলাশ সাহারা।

পুজোয় ক্যানিংয়ের গ্রামে ডেঙ্গু, ম্যালেরিয়া নিয়ে সচেতনতার বার্তা দিলেন পঞ্চায়েত সদস্য

এলাকায় যাতে মশা, মাছি বংশবিস্তার করতে না পারে, তার জন্য ওষুধ স্প্রে করা হয় ও ব্লিচিং পাউডার ছড়ানো হয়।
এদিন পঞ্চায়েত সদস্য ওয়ার্ডের প্রায় প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সতর্কতার বাণী শুনিয়ে নিজের ওয়ার্ডের লোকজনদের সচেতন করেন। যাতে করে এলাকায় নোংরা আবর্জনার পাহাড় না জমে, যতটা সম্ভব প্লাস্টিক ব্যবহার এড়িয়ে চলা যায়।

পুজোয় ক্যানিংয়ের গ্রামে ডেঙ্গু, ম্যালেরিয়া নিয়ে সচেতনতার বার্তা দিলেন পঞ্চায়েত সদস্য

কারণ নোংরা আবর্জনা থেকে রোগজীবাণু ছড়ায়। নালা-নর্দমায় প্লাস্টিক জমা হয়ে জলনিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়ে। সেই সমস্ত জমা নোংরা জলেই মশা, মাছির প্রাদুর্ভাব ঘটে।ওয়ার্ডের বাসিন্দা শম্পা গায়েন, শিবানী গায়েনরা জানিয়েছেন,

পুজোয় ক্যানিংয়ের গ্রামে ডেঙ্গু, ম্যালেরিয়া নিয়ে সচেতনতার বার্তা দিলেন পঞ্চায়েত সদস্য

পঞ্চায়েত সদস্য রবীন্দ্রনাথ অধিকারী যেভাবে বাড়ি বাড়ি গিয়ে প্লাস্টিক বর্জন এবং এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দিচ্ছেন বিশেষ করে পুজোর সময়, তাতে সকলে সতর্কতা মেনে চললে হয়তো আমাদের এই এলাকায় ডেঙ্গু কিংবা ম্যালেরিয়া থাবা বসাতে পারবে না।

Most Popular