Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যআশ্বাসেও গড়াল না বাসের চাকা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রীর

আশ্বাসেও গড়াল না বাসের চাকা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কাটল না জটিলতা। এসবিএসটিসিরঅস্থায়ী কর্মীদের ধর্মঘটে মঙ্গলবারও স্তব্ধ বাস চলাচল পরিষেবা।গত শুক্রবার থেকে ধর্মঘটে শামিল হন এসবিএসটিসির অস্থায়ী কর্মীরা। ২০১৩ সাল থেকে যাঁরা বাস চালাচ্ছেন, তাঁদের স্থায়ীকরণ, মাসে ২৬ দিন কাজ, ছুটি-সহ অন্যান্য একাধিক সুবিধার দাবি জানান তাঁরা।

আশ্বাসেও গড়াল না বাসের চাকা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রীর

হলদিয়া, দিঘা, মেদিনীপুর, সিউড়ি, রামপুরহাট, বর্ধমান, দুর্গাপুর-সহ বিভিন্ন জায়গায় অনির্দিষ্টকালের জন্য শুরু হয় বাস ধর্মঘট। এই ধর্মঘটের জেরে আন্তঃজেলা বাস পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে যায়। পুজোর মুখে প্রবল সমস্যায় পড়তে হয় আমজনতাকে।

আশ্বাসেও গড়াল না বাসের চাকা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রীর

এই পরিস্থিতিতে সোমবার সংবাদমাধ্যমের মাধ্যমে আন্দোলনকারীদের দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।কিন্তু মন্ত্রীর আশ্বাস সত্ত্বেও নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরা। মঙ্গলবারও গড়াল না বাসের চাকা। ফলে রাস্তায় নেমে প্রবল সমস্যায় পড়তে হল যাত্রীদের।

আশ্বাসেও গড়াল না বাসের চাকা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রীর

তবে আশ্বাস সত্ত্বেও ধর্মঘট না ওঠায় ক্ষুব্ধ পরিবহণ মন্ত্রী। তিনি জানিয়েছেন, “আমি ২৬ দিন কাজের আশ্বাস দিয়েছিলাম। পুজোর পর আলোচনা করবো বলেছিলাম। তারপরও পরিষেবা স্বাভাবিক করা হল না। যে বাস চলছে সেগুলোকেও যদি বাধা দেওয়া হয় তবে আইনি পথে হাঁটব।”

Most Popular