Saturday, April 20, 2024
spot_img
Homeরাজ্যআলাপন-মামলায় কয়েক কোটি টাকা খরচ রাজ্যের! ব্যয় নিয়ে বিতর্ক

আলাপন-মামলায় কয়েক কোটি টাকা খরচ রাজ্যের! ব্যয় নিয়ে বিতর্ক

স্টাফ রিপোর্টার: অবসরপ্রাপ্ত আমলার হয়ে মামলা লড়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে তার সরকার। এমনই অভিযোগ উঠল মমতা বন্দ্যোপাধ্যয়ের সরকারের বিরুদ্ধে। বর্তমানে রাজ্য প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার আলাপনবাবু। সঙ্গে মুখ্যমন্ত্রী মুখ্য পরামর্শদাতা তিনি। ২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াসের পরে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আলাপন-মামলায় কয়েক কোটি টাকা খরচ রাজ্যের! ব্যয় নিয়ে বিতর্ক

তখন কলাইকুন্ডা বিমানবন্দরে প্রোটোকল মেনে বৈঠকে হাজির থাকেননি তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেই দিঘার উদ্দেশে উড়ে যান তারা। এর পরই আলাপনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া শুরু করে কেন্দ্র। এর মধ্যে আলাপনের অবসরের দিন চলে আসে। মুখ্যসচিব হিসাবে নিজের কার্যকাল সম্প্রসারণের বদলে অবসর গ্রহণ করেন তিনি।

আলাপন-মামলায় কয়েক কোটি টাকা খরচ রাজ্যের! ব্যয় নিয়ে বিতর্ক

কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালের কলকাতা বেঞ্চে মামলা করেন তিনি। এর পর সেই মামলা দিল্লিতে সরিয়ে নিয়ে যায় কেন্দ্র। এর পর কলকাতায় ট্রাইব্যুনালের বেঞ্চ চালুর দাবিতে মামলা করেন আলাপন। সেই মামলায় আলাপনের হয়ে সওয়াল করলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, প্রতিটি শুনানিতে মনু সিংভিকে ২৫ লক্ষ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার।

আলাপন-মামলায় কয়েক কোটি টাকা খরচ রাজ্যের! ব্যয় নিয়ে বিতর্ক

এখনো পর্যন্ত আলাপনের মামলায় মনু সিংভিকে ১.৫ কোটি টাকা মিটিয়েছে রাজ্য।অবসরপ্রাপ্ত আমাদের একাংশের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই আলাপনকে বাঁচাতে করদাতাদের টাকা খরচ করা হচ্ছে। আলাপনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের মামলায় রাজ্য আইনি সাহায্য দিলে আপত্তি নেই। কিন্তু কলকাতায় ট্র্যাব্যুনালের বেঞ্চ খোলার দাবিতে আলাপনের পাশে দাঁড়ানো অর্থের অপচয়।

আলাপন-মামলায় কয়েক কোটি টাকা খরচ রাজ্যের! ব্যয় নিয়ে বিতর্ক

প্রাক্তন আমলাদের আরেকটি অংশের অবশ্য দাবি, যদিও অপর একাংশের মতে, যে ঘটনার সূত্রে এই আইনি লড়াই, তখন আলাপন রাজ্যের মুখ্যসচিব হিসেবে কর্মরত। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই কাজ করেছিলেন তিনি। ফলে তাঁকে আইনি সহায়তা দেওয়া রাজ্যের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে।

Most Popular