Friday, April 19, 2024
spot_img
Homeদেশআসন প্রাপ্তি শূন্য হলেও গোয়া নির্বাচনে তৃণমূলের খরচ ৪৭ কোটি

আসন প্রাপ্তি শূন্য হলেও গোয়া নির্বাচনে তৃণমূলের খরচ ৪৭ কোটি

সংবাদ সংস্থা : গোয়া বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তৃণমূল আর আপের মধ্যে। বিজেপি শেষ পর্যন্ত ম্যাচ বার করে নিলেও তা জিততে দেদার খরচ করেছে তৃণমূল। গোয়া বিধানসভা ভোটে লড়তে গিয়ে তৃণমূল ব্যয় করেছে মোট ৪৭ কোটি ৫৪ লক্ষ টাকা। শাসক দল বিজেপির খরচ ১৭ কোটি ৭৫ লক্ষ টাকা।

আসন প্রাপ্তি শূন্য হলেও গোয়া নির্বাচনে তৃণমূলের খরচ ৪৭ কোটি

সম্প্রতি রাজনৈতিক দলগুলির দেওয়া তথ্যের ভিত্তিতে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।একটি বেসরকারি সংবাদমাধ্যম কমিশনের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, গত মার্চে গোয়া বিধানসভা ভোটে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি খরচ করেছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। বিজেপির প্রধান বিরোধী দল কংগ্রেস খরচ করেছিল ১২ কোটি টাকা।

আসন প্রাপ্তি শূন্য হলেও গোয়া নির্বাচনে তৃণমূলের খরচ ৪৭ কোটি

ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ১১ প্রার্থীকে মোট ২৫ লক্ষ টাকা করে দিয়েছিল। প্রচারেও অল্পবিস্তর খরচ করে মোট ব্যয় হয় প্রায় তিন কোটি টাকা। শিবসেনা গোয়ায় ১০টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল। মোট খরচ করেছে ৯২ লক্ষ টাকা। তবে তাক লাগিয়েছে তৃণমূল!

আসন প্রাপ্তি শূন্য হলেও গোয়া নির্বাচনে তৃণমূলের খরচ ৪৭ কোটি

গোয়ার ৪০টি আসনের মধ্যে ২৩টিতে প্রার্থী দিয়েছিল তৃণমূল। একটিতেও জয় আসেনি। তবে মমতার দল খরচ করেছে প্রায় সাড়ে ৪৭ কোটি টাকা। অন্য দিকে, গোয়ার শাসক দল বিজেপি খরচ করেছে ১৭.৭৫ কোটি টাকা।

Most Popular