Tuesday, April 23, 2024
spot_img
Homeরাজ্যসমবায় সমিতির নির্বাচনে সবুজ ঝড় ময়নায়

সমবায় সমিতির নির্বাচনে সবুজ ঝড় ময়নায়

স্টাফ রিপোর্টার: পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম, কাঁথির পর এবার ময়নায় কৃষি সমবায়ের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল।স্থানীয় সূত্রে খবর, ময়না ব্লকের দক্ষিণ ময়না সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নির্বাচন ছিল। এখানে আসন সংখ্যা ১২। তার মধ্যে একটি আসন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছিল তৃণমূল কংগ্রেস।

সমবায় সমিতির নির্বাচনে সবুজ ঝড় ময়নায়

বাকি ১১টি আসনে ভোট হয়েছিল শুক্রবার।মূলত তৃণমূল কংগ্রেস ও বিজেপি প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়৷ মাসম চক ও দক্ষিণ ময়না গ্রামের বাসিন্দারাই ভোট দেন। মোট ভোটদাতার সংখ্যা ছিল ৯২৮ জন। যে নির্বাচনের ফলাফল দাঁড়ায়, ১১টি আসনের সবকটিতেই জিতলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই।

সমবায় সমিতির নির্বাচনে সবুজ ঝড় ময়নায়

কৃষি সমবায়ে তৃণমূলের জয়জয়কার প্রসঙ্গে ময়না বিধানসভার চেয়ারম্যান, ময়নার প্রাক্তন বিধায়ক ডাক্তার সংগ্রাম কুমার দোলুই বলেন, ‘‘এই জয়ের মাধ্যমে এলাকার মানুষ ফের প্রমাণ করে দিলেন যে, তাঁরা তৃণমূলের সঙ্গেই আছেন। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়।”

Most Popular