Thursday, April 18, 2024
spot_img
Homeজেলাহরিপুরে সিপিআইএমের গণ অবস্থান ও ডেপুটেশন

হরিপুরে সিপিআইএমের গণ অবস্থান ও ডেপুটেশন

রবীন্দ্রনাথ মণ্ডল ও অমিত মণ্ডল, নামখানা:
একাধিক দাবি নিয়ে সিপিআইএমের পক্ষ থেকে গণ অবস্থান করা হল নামখানা ব্লকের হরিপুরে। পাশাপাশি পঞ্চায়েতে দেওয়া হল ডেপুটেশন। সিপিআইএমের নামখানা এরিয়া কমিটির পক্ষ থেকে গণ অবস্থান করা হয়। এদিন তারা হরিপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দেন।

হরিপুরে সিপিআইএমের গণ অবস্থান ও ডেপুটেশন

তাদের দাবিগুলি হল, ১০০ দিনের কাজের বকেয়া টাকা চাই ও কাজ চাই, বাংলা আবাস যোজনার প্রাপকদের নামের তালিকা প্রকাশ করতে হবে, ব্লক ও গ্রাম পঞ্চায়েতে প্রতিবছর আয় ও ব্যয়ের হিসাব ও কাজের খতিয়ান জনগণের নিকট প্রকাশ করতে হবে।

হরিপুরে সিপিআইএমের গণ অবস্থান ও ডেপুটেশন

এই বিষয়ে সিপিআইএমের নামখানা এরিয়া কমিটির সম্পাদক সজলকুমার ঘোড়ই বলেন, তৃণমূল সরকারের চরম দুর্নীতি, স্বজনপোষণ, লুট ও সন্ত্রাসের প্রতিবাদে এবং জনগণের দাবিদাওয়া আদায়ের স্বার্থে এই গণ অবস্থান। এর পাশাপাশি আমরা হরিপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিলাম।

হরিপুরে সিপিআইএমের গণ অবস্থান ও ডেপুটেশন

আমাদের মূল দাবিগুলি হল, আমফান ও ইয়াস ঝড়ে কোটি কোটি টাকার সরকারি অনুদান কারা পেয়েছেন, তাঁদের নামের তালিকা প্রকাশ করতে হবে, বিপর্যস্ত নদীবাঁধ পাকাপোক্তভাবে নির্মাণ করতে হবে। তিনি বলেন, এই দাবিগুলির যথাযথ জবাব না পেলে আগামী দিনে আরও বড়সড় আন্দোলনে নামব।

Most Popular