Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যপুজোয় ছুটি বাতিল বিদ্যুৎ দফতরের সব কর্মীর

পুজোয় ছুটি বাতিল বিদ্যুৎ দফতরের সব কর্মীর

স্টাফ রিপোর্টার: উৎসবের মরশুমে পরিষেবা স্বাভাবিক রাখতে দফতরের সব কর্মীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত রাজ্য বিদ্যুৎ দফতরের।বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, দুর্গাপুজোর মরশুমে জেলায় জেলায় সব অফিস খোলা থাকবে এবং সেখান থেকেও সর্বক্ষণ পরিস্থিতির উপর নজর রাখা হবে।খোলা হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম।

পুজোয় ছুটি বাতিল বিদ্যুৎ দফতরের সব কর্মীর

রাজ্যে মোট ৩ হাজার ২৯০ টি মোবাইল ভ্যান রাস্তায় থাকবে। পুজোর জন্য দফতরের সব কর্মীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ দফতরের মোট ৬৯ হাজার ৮১৭ জন কর্মী রাস্তায় থাকবেন। কোনওরকম সমস্যা হলে তা দ্রুত সিইএসসিকে জানানোর জন্য রয়েছে একটি টোল ফ্রি নম্বর – ১৯১২।

পুজোয় ছুটি বাতিল বিদ্যুৎ দফতরের সব কর্মীর

এছাড়া সিইএসসি-র কন্ট্রোল রুমে ৯৮৩১০৭৯৬৬৬, ৯৮৩১০৮৩৭০০ এই দুটি নম্বরে ফোন করেও জানানো যাবে সমস্যার কথা।এছাড়া পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন পর্ষদের তরফেও একটি টোল ফ্রি নম্বর রাখা হয়েছে। সেটি হল – ১৯১২১। এর পাশাপাশি ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪ নম্বর ফোন করেও কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে।

Most Popular